'চাকদহ এক্সপ্রেস' আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাবেন কী না। তা জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঝুলনের অবসর নিয়ে কিছুই জানানো হয়নি ৷
আরও পড়ুন- 'CBI ED ডোন্ট টাচ মাই বডি'... পুজোর পাঞ্জাবিতে অভিনব চমক! নজর কাড়লেন 'এই' তৃণমূল বিধায়ক
advertisement
বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে ঝুলনের প্রশংসা করে সৌরভ বলেন, ‘‘ঝুলন প্রকৃত অর্থেই একজন লেজেন্ড। মহিলাদের ক্রিকেটে ও সর্বকালের সর্বাধিক উইকেটশিকারি। বাংলার মেয়ে, চাকদহের মেয়ে। আমার সঙ্গে ওর খুব ভাল সম্পর্ক। বিগত তিন বছর আমি বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি। এই সময়ে মধ্যে ঝুলন, স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউরের সঙ্গে মহিলা ক্রিকেট নিয়ে আমার প্রচুর বৈঠক এবং আলোচনা হয়েছে। সত্যি বলতে ঝুলনের জন্য আমি খুবই খুশি।’’
সৌরভ এদিন আরও বলেন, ‘‘ ঝুলনের বয়স প্রায় ৪০। কী অসাধারণ কেরিয়ার ওর ৷ আমিও চাইতাম আমার মেয়ে ক্রিকেট খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। ও যদি খেলে ঝুলনের মতো কেরিয়ার গড়তে পারত, তাহলে দারুণ হত। ঝুলন লর্ডসে শেষ ম্যাচ খেলবে। আমি চাই সর্বোচ্চ সম্মানের সঙ্গেই ঝুলন ওঁর কেরিয়ার শেষ করুক। ’’