সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ২০১৫ সালে সিএবি-র সঙ্গে যুক্ত হয়েছিলেন৷ এরপর ২০১৯ সালে পৃথিবীর ধণীতম ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নিযুক্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly BCCI President) ৷ স্পোর্টস তকে-র একটি রিপোর্ট অনুযায়ি তাঁর কার্যকাল এই অক্টোবরে শেষ হবে৷ এই পরিস্থিতিতে তাঁকে কার্যভার থেকে মুক্তি দেওয়া হতে পারে, আর বিসিসিআই নতুন প্রেসিডেন্ট এবং সচিব জয় শাহের (Jay Shah) জায়গায় নতুন কাউকে পেতে পারে৷ তিনি প্রেসিডেন্ট থাকাকালীন দ্বিপাক্ষিক সিরিজে ভারত সাফল্য পেয়েছে৷
advertisement
আরও দেখুন - Haldia-র মাদুলি বাবার চক্র ফাঁস, Corona সারিয়ে দেওয়ার দাবি করতেই বাড়িতে police-এর হানা
সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি বড় সাফল্য রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সময় মিলেছে৷ রাহুল দ্রাবিড়ের এনসিএ-র প্রধান হিসেবে কাজ করছিলেন তাঁকে সৌরভ ভারতীয় ক্রিকেট দলের কোচ বানিয়ে দেন৷ শুধু এটুকুই নয় সৌরভ ভিভিএস লক্ষ্মণকেও (VVS Laxman) এনসিএ-তে যুক্ত হওয়ার জন্য রাজি করান৷
আরও দেখুন - Coronavirus: সামান্য নামল Corona-র সংক্রমণ, সঙ্গে Containment Zone
তবে তাঁর রাজত্বকালে বড় ধাক্কা বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে যুক্ত বিবাদ বোর্ডকেও যুক্ত করে দেয়৷ বিরাট কোহলি দাবি করেছিলেন তাঁর টি টোয়েন্টিতে অধিনায়কত্ব নিয়ে বোর্ডের সঙ্গে কোনও কথা হয়নি৷ এরইমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি বিরাট কোহলিকে টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন৷ এছাড়াও একাধিকবার মহিলাদের নিয়ে আইপিএলের আশ্বাস দিলেও তা আয়োজন করতে সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যর্থ৷