TRENDING:

Sourav Ganguly BCCI President: অক্টোবরেই কি সৌরভ বিদায় নেবেন বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে

Last Updated:

Sourav Ganguly BCCI President: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) -র প্রেসিডেন্টের পদ থেকে হঠতে পারেন৷ তিনি ছাড়া বোর্ড (BCCI) সচিব জয় শাহেরও (Jay Shah) সেক্রেটারি হিসেবে কার্যকাল অক্টোবর ২০২২ এ শেষ হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) -র প্রেসিডেন্টের পদ থেকে হঠতে পারেন৷ তিনি ছাড়া বোর্ড (BCCI)  সচিব জয় শাহেরও (Jay Shah)  সেক্রেটারি হিসেবে কার্যকাল অক্টোবর ২০২২ এ শেষ হচ্ছে৷ এই পরিস্থিতিতে কোটি টাকার প্রশ্ন হতে চলেছে বোর্ড সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের জায়গায় কাকে প্রেসিডেন্ট ও সচিব নির্বাচন করে৷ নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়েই আরও একবার বিসিসিআই প্রেসিডেন্ট (Sourav Ganguly BCCI President) হয়ে থেকে যাবেন৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে অক্টোবর ২০১৯ -এ বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচন করা হয়৷ এর আগে তিনি  (Sourav Ganguly)   সিএবি-র প্রেসিডেন্ট পদে ছিলেন৷
Sourav Ganguly and Jay Shah tenure ending in october -AFP
Sourav Ganguly and Jay Shah tenure ending in october -AFP
advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ২০১৫ সালে সিএবি-র সঙ্গে যুক্ত হয়েছিলেন৷ এরপর ২০১৯ সালে পৃথিবীর ধণীতম ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নিযুক্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly BCCI President) ৷ স্পোর্টস তকে-র একটি রিপোর্ট অনুযায়ি তাঁর কার্যকাল এই অক্টোবরে শেষ হবে৷ এই পরিস্থিতিতে তাঁকে কার্যভার থেকে মুক্তি দেওয়া হতে পারে, আর বিসিসিআই নতুন প্রেসিডেন্ট এবং সচিব জয় শাহের (Jay Shah) জায়গায় নতুন কাউকে পেতে পারে৷ তিনি প্রেসিডেন্ট থাকাকালীন দ্বিপাক্ষিক সিরিজে ভারত সাফল্য পেয়েছে৷

advertisement

আরও দেখুন - Haldia-র মাদুলি বাবার চক্র ফাঁস, Corona সারিয়ে দেওয়ার দাবি করতেই বাড়িতে police-এর হানা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি বড় সাফল্য রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সময় মিলেছে৷ রাহুল দ্রাবিড়ের এনসিএ-র প্রধান হিসেবে কাজ করছিলেন তাঁকে সৌরভ ভারতীয় ক্রিকেট দলের কোচ বানিয়ে দেন৷ শুধু এটুকুই নয় সৌরভ ভিভিএস লক্ষ্মণকেও (VVS Laxman)  এনসিএ-তে যুক্ত হওয়ার জন্য রাজি করান৷

advertisement

আরও দেখুন - Coronavirus: সামান্য নামল Corona-র সংক্রমণ, সঙ্গে Containment Zone

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে তাঁর রাজত্বকালে বড় ধাক্কা বিরাট কোহলির  (Virat Kohli)  সঙ্গে যুক্ত বিবাদ বোর্ডকেও যুক্ত করে দেয়৷ বিরাট কোহলি দাবি করেছিলেন তাঁর টি টোয়েন্টিতে অধিনায়কত্ব নিয়ে বোর্ডের সঙ্গে কোনও কথা হয়নি৷ এরইমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি বিরাট কোহলিকে টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন৷ এছাড়াও একাধিকবার মহিলাদের নিয়ে আইপিএলের আশ্বাস দিলেও তা আয়োজন করতে সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যর্থ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly BCCI President: অক্টোবরেই কি সৌরভ বিদায় নেবেন বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল