শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচনা ২ জুলাই, কলম্বো থেকে হয়েছে। শ্রীলঙ্কা এই ম্যাচে ৭৭ রানে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে ম্যাচে একটি অদ্ভুত ঘটনা ঘটে, যা রীতিমতো সবার নজর কাড়ে। এমনকা কিছু সময়ের জন্য মাঠে আতঙ্কও ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের ইনিংস চলাকালে তৃতীয় ওভারের তৃতীয় বলে মাঠে হঠাৎ একটি সাপ ঢুকে পড়ে। সে সময় বল করছিলেন শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। সাপ দেখে উভয় দলের খেলোয়াড়রা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। পরে নিরাপত্তারক্ষীরা সাপটিকে মাঠ থেকে সরিয়ে দিলে খেলা পুনরায় শুরু হয়। এই ঘটনার ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তরা সাপটিকে ‘ডার্বি নাগিন’ নামে অভিহিত করতে থাকেন। এই প্রথম নয় এর আগেও শ্রীলঙ্কায় একাধিক ম্যাচে সাপ ঢোকার ঘটনা ঘটেছে।
ম্যাচের পারফরম্যান্সের কথা বলতে গেলে, শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা দুর্দান্ত সেঞ্চুরি (১০৬) করেন, যার সুবাদে ৪৯.২ ওভারে ২৪৪ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল ৩৫.৫ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে যায়। তানজিদ হাসান (৬২) ও জাকির আলি (৫১) লড়াই করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন।