TRENDING:

Women's World Cup 2022-র মঞ্চে অসাধারণ নজির স্মৃতি-হরমনপ্রীতের, ভারতীয় মহিলা জুটি হিসেবে গড়লেন নজির

Last Updated:

এদিকে এদিন হরমনপ্রীত কউর এবং স্মৃতি মন্ধনার চতুর্থ উইকেটের পার্টনারশিপ শুধু ভারতের নয় মহিলা বিশ্বকাপের মঞ্চে মহিলা দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হ্যামিলটন: মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) ভারতের পারফরম্যান্স এখনও অবধি উঠছে পড়ছে এরকমই হয়েছে৷ ভারত পাকিস্তান বধ করে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করলেও আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল৷ তবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) এবং হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) যা করলেন তা এক কথায় ধামাকা৷ বিশ্বকাপের মঞ্চে দুজনেই এদিন শতরানের পাশাপাশি জুটিতে তুললেন ১৮৪ রান৷ যা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মহিলা জুটির তোলা সেরা পার্টনারশিপ৷
Smriti Mandhana and Harmanpreet Kaur posts highest pair ever posted by Indian women team in World Cup cricket- Photo Courtesy- Twitter
Smriti Mandhana and Harmanpreet Kaur posts highest pair ever posted by Indian women team in World Cup cricket- Photo Courtesy- Twitter
advertisement

এদিন স্মৃতি মন্ধানা  (Smriti Mandhana) করেন ১২৩ রান, হরমনপ্রীত কউর  (Harmanpreet Kaur) করেন ১০৯ রান৷ চতুর্থ উইকেট জুটিতে তাঁরা তোলেন ১৮৪ রান৷ তাঁদের  এই রান মেশিনের দৌলতে বিশ্বকাপের মঞ্চেও সর্বোচ্চ রান করে ভারতীয় মহিলা দল (Women's World Cup) ৫০ ওভারে ৩১৭ রান করেন ভারতের মেয়েরা৷

advertisement

মহিলাদের বিশ্বকাপে যে কোনও উইকেটের হিসেবেই এটা সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ এর আগে থিরুস কামিনী এবং পুনম রাউতের ১৭৫ রানের পার্টনারশিপ ছিল সর্বোচ্চ৷ সেটাও ২০১৩ মহিলা বিশ্বকাপে ( Women's World Cup) ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই ছিল৷

এটা চতুর্থ উইকেট পার্টনারশিপ মহিলা একদিনের ক্রিকেট ভারতীয় দলে৷ এর আগে ভারতের চতুর্থ উইকেট পার্টনারশিপে সর্বোচ্চ রান ছিল ১৩৭৷ ২০১৭ সালে হরমনপ্রীত কউর এবং দীপ্তি শর্মা -র ১৩৭ রানের পার্টনারশিপ ছিল৷

advertisement

এদিকে এদিন হরমনপ্রীত কউর এবং স্মৃতি মন্ধনার চতুর্থ উইকেটের পার্টনারশিপ শুধু ভারতের নয় মহিলা বিশ্বকাপের মঞ্চে মহিলা দলের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷

এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল৷ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে খেলা যস্তিকা ভাটিয়া এদিন ৩১ রান করেন৷ অধিনায়ক মিতালি রাজ ও দীপ্তি শর্মা এদিন ফ্লপ -দুজনে যথাক্রমে ৫ ও ১৫ রান করেন৷ এরপর ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন হরমনপ্রীত কউর৷

advertisement

এদিন স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, তাঁর ইনিংস এদিন সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ এর পাশাপাশি হরমনপ্রীত কউর ১০৭ বলে ১০৯ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১০ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

সেরা ভিডিও

আরও দেখুন
মকর সংক্রান্তিতে ঘুড়ির চিনা মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! হাওড়ায় পথনাটিকা, সচেতনতা অভিযান
আরও দেখুন

এদিন ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করে ভারত৷ ওয়েস্টইন্ডিজের হয়ে আনিসা মহম্মদ ২ টি উইকেট নেন৷ বাকি বোলাররা একটি করে উইকেট নেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Women's World Cup 2022-র মঞ্চে অসাধারণ নজির স্মৃতি-হরমনপ্রীতের, ভারতীয় মহিলা জুটি হিসেবে গড়লেন নজির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল