তাই সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন সদ্য অল ইংল্যান্ড ওপেনের রানার-আপ লক্ষ্য। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সুইস ওপেন। কিন্তু লক্ষ্য আপাতত বিশ্রাম চান। গত দু’সপ্তাহ টানা খেলে ক্লান্ত ২০ বছরের এই শাটলার। ক্লান্তি কাটিয়ে আবার কোর্টে ফিরতে চান তিনি। যাতে ১০০ শতাংশ দিতে পারেন ব্যাডমিন্টনকে।
advertisement
সুইস ওপেনে অবশ্য খেলবেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্তরা। তাঁরা কেউই বার্মিংহামে শেষ আটে পৌঁছতে পারেননি। জার্মান ওপেন এবং অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের মধ্যে খুব বেশি দিনের ব্যবধান ছিল না। তবু দু’টি প্রতিযোগিতার ফাইনালে ওঠার পথে লক্ষ্যকে কখনওই ক্লান্ত মনে হয়নি। প্রকাশ পাড়ুকোন নিজেও লক্ষ্য সেনকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্য হিসেবেই মনে করেন।
কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি সকলেই লক্ষ্য সেনের প্রশংসায় পঞ্চমুখ। প্রকাশ পাড়ুকোন মনে করেন প্যারিস অলিম্পিকের কথা ভেবে এরপর প্রস্তুতি শুরু করা উচিত লক্ষ্য সেনের। তবে দিন দশেক পর কোরিয়ান ওপেন খেলবেন লক্ষ্য সেন।