সময়টা একেবারেই ভাল যাচ্ছে না শ্রেয়স আইয়ারের। বোর্ডের অবাধ্য হওয়ায় বাদ পড়েছে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে। ধাক্কা খেয়ে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির খেলার সিদ্ধান্ত নেন। রঞ্জি ফাইনালে ৯৫ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন শ্রেয়স। কিন্তু রঞ্জি ফাইনাল চলাকালীনই ফের নিজের পুরনো পিঠের ব্যথায় কাবু তারকা ব্যাটার। গত বছরও পিঠের চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স।
advertisement
রঞ্জি ফাইনালে ব্যাটিং করার সময় সেই পুরনো জায়গাতেই ব্যথা অনুভব করেন শ্রেয়স আইয়ার। মাঠে ফিজিও এসে তার প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু মুম্বই দল সূত্রে খবর, ব্যথায় যথেষ্ট কাবু শ্রেয়স আইয়ার। গত বছর যেখানে অস্ত্রোপচার হয়েছিল সেই জায়গাতেই ফের ব্যথা শ্রেয়সের। যন্ত্রণার কারণে ফিল্ডিংও করতে পারেননি তারকা ব্যাটার।
আরও পড়ুনঃ KKR News: আইপিএলের আগে কেকেআরে বিরাট বদল!আরও মধুর হবে ফ্যানেদের অভিজ্ঞতা
শ্রেয়সের চোটের কারণে চিন্তা বেড়েছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। গত মরশুমেও চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। এবার আইপিএল খেলার জন্য মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু শ্রেয়সের চোট কতটা গুরুতর, পুরো মরশুম না প্রথম দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারবে না তিনি, সেই বিষয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন নাইট শিবির।