শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রেয়স আইয়ার ২৮ বলে অপরাজিত ৫৭ রান করেছিলেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৪ বলে অপরাজিত ৭৪ রান করেন তিনি। আর রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে করলেন ৪৫ বলে অপরাজিত ৭৩ রান। এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করে ফেললেন শ্রেয়স আইয়ার। সেই সঙ্গে সিরিজ ও ম্যাচের সেরাও হয়েছেন কেকেআর-এর তারকা।
advertisement
ম্যাচের পর উচ্ছ্বসিত শ্রেয়স আইয়ার বলেছেন, তিনটি অর্ধশত রানই আমার জন্য বিশেষ ছিল। গতকাল সিরিজ জিতেছি...শেষটাও জিততেই চেয়েছিলাম। সত্যি বলতে, ফর্মে আসার জন্য একটি বল দরকার। আমি এই সিরিজে যতটা সুযোগ পেয়েছি, তাতে সত্যিই খুশি। সত্যি কথা বলতে কি, আজ উইকেট একটু দ্বিমুখী ছিল এবং আমি সেটা বুঝেই খেলার চেষ্টা করেছি। আলগা বলগুলিকে মারার চেষ্টা করছিলাম। চোট সারিয়ে ফেরার পর থেকে আমার যাত্রাপথটা অনেকটা রোলার কোস্টারে চড়ার মতোই ছিল। তবে পজিটিভ মানসিকতাটা ছিল সব সময়ে।
চোট সারিয়ে ফিরে এই পর্যায়ে পারফর্ম করা আমার জন্য সত্যিই আনন্দের। টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মনের মধ্যে যাই থাকুক, মুখে কথা বলতে রাজি নন শ্রেয়স আইয়ার। তিনি জানেন পারফর্ম করে গেলে তাকে প্রথম দলে রাখতে বাধ্য হবেন রোহিত এবং রাহুল দ্রাবিড়। আপাতত মুখ বন্ধ করে শুধু রান করে যেতে চান। কেকেআর দলের নতুন অধিনায়ক হয়েছেন তিনি। যদিও এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবতে রাজি নয় শ্রেয়স আইয়ার।
শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও নিজের দুরন্ত ব্যাটিং বজায় রাখতে চান তিনি। তিনটি ফরম্যাটেই যে তিনি অনবদ্য সেটা প্রমাণ করতে চান শ্রেয়স আইয়ার। কাঁধের অস্ত্রোপচারের পর কয়েকটা মাস বিছানায় বিশ্রাম নিয়ে কাটিয়েছিলেন। তারপর ট্রেনিং শুরু এবং ফিরে আসার লড়াই। হার মানেননি। আজ যেন সেই লড়াইয়ের প্রতিদান পাচ্ছেন শ্রেয়স আইয়ার। বলছেন জীবনটাই বদলে গিয়েছে শেষ কয়েকটা মাসে।