নতুন মরশুমে কেকেআরকে সাফল্য এনে দিতে মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। পুনরায় অধিনায়কত্ব ফিরে পেয়ে শ্রেয়স আইয়ার জানিয়েছেন,”নীতিশ গত মরশুমে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেভাবে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছে তা প্রশংসনীয়। খুব ভাল অধিনায়কত্ব করেছে ও। এবার নীতিশকে সহ অধিনায়ক করা আমায় খুব খুশি। এতে দলের নেতৃত্ব স্থানীয় জায়গাটা অনেক বেশি শক্তিশালী হয়েছে। আশা করছি এবার আমরা ভাল ফল করব।”
advertisement
আইপিএল নিলাম ২০২৪ লাইভ আপডেট
অধিনায়কত্ব হারানো নিয়ে কোনও ক্ষোভ বা অভিমান নেই নীতিশ রানার মধ্যে। কেকেআর সূত্রে খবর, শ্রেয়সকে অধিনায়ক করা নিয়ে দলের অন্দরে কোনও দ্বন্দ্ব নেই। এমনকী গত মরশুমে তিনি নিজে ম্যানেজমেন্টের কাছে গিয়ে অধিনায়ক হতে চেয়েছিলেন বলে জানিয়েছেন নীতিশ। নীতিশ বলেন,”শ্রেয়সের অনুপস্থিতিতে দল কঠিন পরিস্থিতিতে ছিল। আমি নিজে গিয়ে অধিনায়ক হওয়ার ইচ্ছে প্রকাশ করি। দল আমার উপর অতিরিক্ত চাপ দিচে চায়নি। আমি নিজে বলেছিলাম, চাপ নিয়ে ক্রিকেট খেলতে পছন্দ করি। দল আমাকে দায়িত্ব দেওয়ায় গর্বিত।” শ্রেয়স ফের অধিনায়ক হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নীতিশ রানা।
প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪ মিনি নিলামের আসর। নিলাম থেকে ১২ জন প্লেয়ার কিনতে পারবে কেকেআর। তারমধ্যে চার জন বিদেশি। ৩৭.২ কোটি টাকা নিয়ে নিলামে নামছে দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা।