বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক ওভারে তিনটি নো-বল করেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ফরচুন বরিশালের হয়ে খেলার সময় খুলনা টাইগার্সের বিরুদ্ধে লজ্জার ওভার করেন তিনি।
ওই ওভারে মোট ১৮ রান দেন তিনি। শোয়েব মালিকের এই ধরনের বোলিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর প্রতিক্রিয়া আসছে। তাঁকে নিয়ে অনেক মিম তৈরি হচ্ছে।
গত সপ্তাহে তৃতীয়বার বিয়ে করেছেন শোয়েব মালিক। আয়েশা সিদ্দিকী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন তিনি।
advertisement
আরও পড়ুন- Virat Kohli: কোহলির বদলে দলে আসবে কে? তালিকায় ৫ ক্রিকেটার
বিয়ের পর থেকেই তিনি ট্রেন্ড করছেন। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁর তৃতীয় বিয়ে নিয়ে মিম তৈরি করছিলেন। এবার শোয়েব মালিক তাঁদের আরেকটি সুযোগ দিয়েছেন।
আরও পড়ুন- শোয়েবের পরকীয়ায় ক্লান্ত সানিয়া! নায়িকার সঙ্গে ক্রিকেটারের প্রেমের বড় তথ্য ফাঁস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই তিনটি নো-বলের কারণে ট্রোল করা হচ্ছে শোয়েবকে। অনেকেই তাঁর বোলিং-এর মহম্মদ আমিরের সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ তো আবার তাঁকে ফিক্সার বলছেন। একজন লিখেছেন- বিয়ে হোক বা নো-বল, শোয়েব মালিক তিনবার করেই সব কিছু করেন।