একটি শো চলাকালীন কান্নায় দু চোখ ভিজে আসে শোয়েব মালিকের৷ রুমাল দিয়ে দু চোখ চেপে ধরেন প্রাক্তন পাক অধিনায়ক৷ যা এখন নিঃসন্দেহে ভাইরাল ভিডিও৷
তবে এদিন ক্যামেরার সামনে তাঁর কান্নার কারণ সানিয়া মির্জা বা তাঁদের বিয়ে নয়। লাইভ শোতে ১৩ বছরের পুরনো একটি ঘটনার কথা মনে করে মালিকের চোখ থেকে জল বেরিয়ে আসে। আর হ্যাঁ, শোয়েবের এই কান্না ছিল খুশির। যা ঘটনা পেরিয়ে যাওয়ার এত বছর পরেও শোয়েব মালিককে আবেগপ্রবণ করে তুলেছিল।
advertisement
২০০৭ -এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়েছিল। সেই ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেই পরাজয়ে শুধু পাকিস্তান দলই নয় শোয়েব মালিকের মন ভেঙে যায়। কিন্তু, দু-বছর পর পাকিস্তান নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উপভোগ করে নেয়৷ ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং ইউনিস খানের নেতৃত্বে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতে নেয়। শোয়েব মালিকও সেই চ্যাম্পিয়ন দলের একজন অংশ ছিলেন এবং লাইভ শোতে এই বিশ্বকাপ জয়ের একটি মুহূর্ত স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
১৩ বছরের পুরনো ঘটনা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন শোয়েব
শোয়েব এই শোতে নিজের আবেগপ্রবণ হওয়ার পুরো ঘটনাটি বলেছেন। তিনি বলেন, ‘‘২০০৯ সালে যখন আমরা টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমি একজন নতুন খেলোয়াড়। তখন ক্যাপ্টেন ইউনিস খান আমাকে ডেকে বললেন, তুমি ট্রফি তুলবে। একজন নতুন খেলোয়াড়ের জন্য এটা ছিল বড় ব্যাপার। ’’ অধিনায়কের এই ভাবনা এবং সেই মুহুর্তের কথা মনে করে শোয়েব আবেগাপ্লুত হয়ে পড়েন এবং লাইভ টিভি অনুষ্ঠানে সেই স্মৃতি মনে করেই কেঁদে ফেলেন তিনি৷