আইপিএল ২০২২- এর মেগা নিলাম শুরু হওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে শিখর ধাওয়ান বিক্রি হলেন। এবারের মতো নিলামে বিক্রি হওয়া প্রথম ক্রিকেটার হলেন ভারতের শিখর ধাওয়ান। তাঁকে ৮.২৫ কোটি টাকায় কিনেছে পঞ্জাব কিংস। তাঁর বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। অর্থাৎ, পাঞ্জাব চার গুণ বেশি দামে বিক্রি শিখরকে দলে নিয়েছে। নিলামে ১৫টি দেশের ৬০০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। প্রথম দিনে প্রায় ১৬১ জন ক্রিকেটারের বিড হবে।
advertisement
আরও পড়ুন- মহম্মদ শামিকে নিয়ে IPL নিলামে বাজার হবে গরম, তার আগেই ‘বোল্ড’ হাসিন
আগেই আন্দাজ করা গিয়েছিল, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকের জন্যই ঝাঁপাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। সেখানে শিখর ধাওয়ান ওপেনার হিসেবে যে কোনও দলের কাছে প্রথম পছন্দ হতে পারেন। দিল্লির হয়ে আইপিএলে একের পর এক দুরন্ত ইনিংস খেলেছিলেন শিখর। পৃথ্বী শয়ের সঙ্গে পার্টনারশিপে বহু ম্যাচে দারুন পারফর্ম করেছিলেন তিনি। তবে এবার সেই শিখর ধাওয়ান খেলবেন পাঞ্জাবের হয়ে।
এদিকে পাঞ্জাব আরও একজন প্রথম সারির ক্রিকেটারকে দলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকে দলে নিল পঞ্জাব। ২ কোটি টাকা বেস প্রাইস ছিল পেসার কাগিসো রাবাডার। তাঁকে দলে পেতে শুরুতেি ঝাঁপায় দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস। এর পর কাগিসোর জন্য লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। শেষমেশ ৯ কোটি ২৫ লক্ষ টাকায় রাবাডাকে পঞ্জাব কিংস দলে নিয়েছে।
আরও পড়ুন- উদ্ভিজ্জ মাংস বা ভেগান মিট তৈরি এবং বিক্রিতে সামিল পশুপ্রেমী বিরুষ্কা
নিলামের আগে ১০টি দল ৩৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। প্রতিটি দলে সর্বনিম্ন ১৮ জন এবং সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় থাকতে পারে। এবার প্রতিটি দল খেলোয়াড় কিনতে ৯০ কোটি টাকা খরচ করতে পারে। এমন পরিস্থিতিতে নিলামে মোট ৯০০ কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে।