TRENDING:

স্টিভ আমার দেখা সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার: ওয়ার্ন

Last Updated:

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ের সঙ্গে তাঁর সম্পর্ক যে ভালো নয় ৷ সেটা অস্ট্রেলিয়ার মানুষ খুব ভালোমতোই জানেন ৷ কিন্তু খেলা ছাড়ার এতদিন পর ফের সেই বিষয়টা নতুন করে সবার সামনে আনলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শ্যেন ওয়ার্ন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ের সঙ্গে তাঁর সম্পর্ক যে ভালো নয় ৷ সেটা অস্ট্রেলিয়ার মানুষ খুব ভালোমতোই জানেন ৷ কিন্তু খেলা ছাড়ার এতদিন পর ফের সেই বিষয়টা নতুন করে সবার সামনে আনলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শ্যেন ওয়ার্ন ৷ একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন সরাসরি বলেছেন, স্টিভ তাঁর জীবনে দেখা সবচেয়ে ‘স্বার্থপর ক্রিকেটার’ ৷ তিনি বলেন, ‘‘ অনেক কারণের জন্যই আমার স্টিভ ওয়কে একেবারেই পছন্দ নয় ৷ কারণ ও হল সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার যার সঙ্গে আমি খেলেছি ...... ৷ ’’
advertisement

১৭ বছর আগের একটা ঘটনার কথাও উল্লেখ করেছেন ওয়ার্ন ৷ তিনি বলেন, ‘‘ ১৯৯৯-এ ওয়েস্ট ইন্ডিজ সফরে আমাকে আচমকাই একটা টেস্টে বসিয়ে দেওয়া হয়েছিল ৷ সিরিজের শেষ টেস্টটা আমাদের জিততেই হত ৷ ঠিক ওইসময় ক্যাপ্টেন আমাকে বসানোর সিদ্ধান্ত নেন ৷ এই বিষয় আমার খুবই খারাপ লেগেছিল ৷ যখন সিলেকশন টেবিলে যাই ৷ তখন অধিনায়ক স্টিভ ওয়, সরাসরি সবার সামনে বলেন যে তুমি খেলছ না ৷ আমি চমকে গিয়ে আবার জিজ্ঞেস করি, কী !! দাঁড়াও , টিম কেমন হওয়া উচিৎ বলে মনে করছ তুমি ? আমার ভীষণ খারাপ লেগেছিল ৷ আমাদের ম্যাচটা জিততেই হত ৷ নিজের সেরাটাই দিতে চেয়েছিলাম ৷ কিন্তু হঠাৎই আমাকে বাদ দিয়ে দিল ও ৷ এছাড়াও অনেক কারণ রয়েছে স্টিভকে ভালো না লাগার ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Photo Courtesy: Robert Cianflone

বাংলা খবর/ খবর/খেলা/
স্টিভ আমার দেখা সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার: ওয়ার্ন