TRENDING:

ঢাকার রাজপথে আর্জেন্টিনার জার্সিতে সেলিব্রেশন সাকিবের! মিশে গেলেন মানুষের ভিড়ে

Last Updated:

Shakib Al Hasan of Bangladesh celebrates Argentina World Cup win with Jersey on the streets of Dhaka. আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই নীল সাদা জার্সিতে ভেসে গেলেন সাকিব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: মেক্সিকোর মাঠে ১৯৮৬ সালে যখন দ্বিতীয় বার বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা তখনও জন্ম হয়নি সাকিব আল হাসানের। পরে বড় হয়ে ওঠার রাস্তায় ফুটবল অন্যান্য বাঙালির মত বাংলাদেশের তারকা ক্রিকেটারের অত্যন্ত প্রিয় খেলা। তিনি মারাদোনা এবং আর্জেন্টিনার অন্ধভক্ত একথা সকলেই জানেন।
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই নীল সাদা জার্সিতে ভেসে গেলেন সাকিব
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই নীল সাদা জার্সিতে ভেসে গেলেন সাকিব
advertisement

কিন্তু যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জয় করতে দীর্ঘ ২৮ বছর অপেক্ষা করতে হয়েছিল, এবং বিশ্বকাপ জয় করতে ৩৬ বছর অপেক্ষা করতে হল, একমাত্র সেই দলের সমর্থকরাই বুঝবেন এই আনন্দ কতটা। তাই সারা পৃথিবীর আর্জেন্টিনার সমর্থকদের মতো বাংলাদেশের তারকা ক্রিকেটারের মনের ভেতর ব্যথাটা ছিল এটা স্বাভাবিক ব্যাপার।

স্বপ্ন পূরণ হওয়ার পর সাকিব ভুলেই গিয়েছিলেন তিনি সুপারস্টার। শিশুর মতো উচ্ছ্বাসে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত সাকিব চট্টগ্রাম টেস্ট শেষে করে ঢাকায় ফিরেছেন। এই আসরেই তিনি কাতারে গিয়েছিলেন মেসির খেলা দেখতে। সেই মেসির হাতেই রবিবার রাতে উঠেছে বিশ্বকাপ শিরোপা।

advertisement

এমন মুহূর্তে সাকিব কি ঘরে থাকতে পারেন? তাই মেসির জার্সি পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ঢাকার রাজপথে। রবিবার মাঝরাতে ঢাকার রাজপথ ছিল উত্তাল। অসংখ্য মানুষ নেচে, গেয়ে, মিছিল করে আর্জেন্টির বিশ্বকাপ জয় উদযাপন করেছে। সাকিবও গাড়ির ভেতরে থেকে যোগ দেন তাদের সাথে। গাড়ির স্টিয়ারিংয়ে বসেই মেসির জার্সি ঝাঁকিয়ে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের শিরোপা জয়ের উল্লাস প্রকাশ করেন।

advertisement

৩৬ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা! এদিকে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তজা নিজের সেলিব্রেট করেছেন রাস্তায় বেরিয়ে আর্জেন্টিনার বিশ্বসেরা হওয়া। মোরতাজা জানিয়েছেন মেসির হাতে বিশ্বকাপ দেখতে পাওয়া স্বপ্নপূরণ।

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

কিন্তু তিনি দিয়েগো মারাদোনার অন্ধ ভক্ত। আজ মারাদোনা পৃথিবীতে থাকলে আনন্দে পাগল হয়ে যেতেন মনে করেন মাশরাফি। কবরের নীচে তার গুরু মেসিদের বিশ্বকাপ জয় উপভোগ করবেন মনে করছেন বাংলাদেশের প্রাক্তন তারকা ক্রিকেটার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ঢাকার রাজপথে আর্জেন্টিনার জার্সিতে সেলিব্রেশন সাকিবের! মিশে গেলেন মানুষের ভিড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল