কিন্তু যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জয় করতে দীর্ঘ ২৮ বছর অপেক্ষা করতে হয়েছিল, এবং বিশ্বকাপ জয় করতে ৩৬ বছর অপেক্ষা করতে হল, একমাত্র সেই দলের সমর্থকরাই বুঝবেন এই আনন্দ কতটা। তাই সারা পৃথিবীর আর্জেন্টিনার সমর্থকদের মতো বাংলাদেশের তারকা ক্রিকেটারের মনের ভেতর ব্যথাটা ছিল এটা স্বাভাবিক ব্যাপার।
স্বপ্ন পূরণ হওয়ার পর সাকিব ভুলেই গিয়েছিলেন তিনি সুপারস্টার। শিশুর মতো উচ্ছ্বাসে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত সাকিব চট্টগ্রাম টেস্ট শেষে করে ঢাকায় ফিরেছেন। এই আসরেই তিনি কাতারে গিয়েছিলেন মেসির খেলা দেখতে। সেই মেসির হাতেই রবিবার রাতে উঠেছে বিশ্বকাপ শিরোপা।
advertisement
এমন মুহূর্তে সাকিব কি ঘরে থাকতে পারেন? তাই মেসির জার্সি পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ঢাকার রাজপথে। রবিবার মাঝরাতে ঢাকার রাজপথ ছিল উত্তাল। অসংখ্য মানুষ নেচে, গেয়ে, মিছিল করে আর্জেন্টির বিশ্বকাপ জয় উদযাপন করেছে। সাকিবও গাড়ির ভেতরে থেকে যোগ দেন তাদের সাথে। গাড়ির স্টিয়ারিংয়ে বসেই মেসির জার্সি ঝাঁকিয়ে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের শিরোপা জয়ের উল্লাস প্রকাশ করেন।
৩৬ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা! এদিকে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তজা নিজের সেলিব্রেট করেছেন রাস্তায় বেরিয়ে আর্জেন্টিনার বিশ্বসেরা হওয়া। মোরতাজা জানিয়েছেন মেসির হাতে বিশ্বকাপ দেখতে পাওয়া স্বপ্নপূরণ।
কিন্তু তিনি দিয়েগো মারাদোনার অন্ধ ভক্ত। আজ মারাদোনা পৃথিবীতে থাকলে আনন্দে পাগল হয়ে যেতেন মনে করেন মাশরাফি। কবরের নীচে তার গুরু মেসিদের বিশ্বকাপ জয় উপভোগ করবেন মনে করছেন বাংলাদেশের প্রাক্তন তারকা ক্রিকেটার।