বাংলাদেশের অনেক সমর্থক মনে করেন আইপিএল থেকে মোটা টাকা কামাই লক্ষ্য থাকে সাকিবের। সেটা ভারতকে হারিয়ে দিলে পাছে কিছু অসুবিধা হয়, তাই নাকি দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে আউট হয়েছেন তিনি। এটাই ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। বৃষ্টি নামার আগে রান তাড়ায় ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। তখন ভারতের বোলাররাই চাপে ছিলেন।
আরও পড়ুন - অর্শদীপ নিয়ে দিলখোলা প্রশংসা আক্রম, ওয়াকারদের! মাটিতেই পা ভারতীয় পেসারের
advertisement
বৃষ্টিতে বন্ধ হওয়া খেলা পুনরায় শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। খেলা শুরুর পর প্রথম ওভারেই রান আউট হন দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস। ২৭ বলে ৬০ রান করা এই ব্যাটসম্যান আউট হওয়ার পরই ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে বাংলাদেশ।
ভারতের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন, সাকিবের উচিত ছিল কোহলির মতো শেষ পর্যন্ত খেলা। সেটি সাকিব যেহেতু করতে পারেননি, তাই তাঁর ‘অঘটন’ ঘটানো নিয়ে বড় বড় কথা বলা উচিত নয় বলেই মনে করেন ৪৪ বছর বয়সী সাবেক এই ওপেনার, আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল।
দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়। সাকিব তিনে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১৩ রান করে আউট হন। বাংলাদেশ ৩০ বলে ৫২ রানে পিছিয়ে থাকতে ১২তম ওভারের প্রথম বলে আউট হন আফিফ হোসেন। সেই ওভারেরই পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হন সাকিব।
তবে বাংলাদেশ অধিনায়কের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও এগুলো প্রমাণ করার কোন জায়গা নেই। ব্যাটে রান করতে না পারলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট ছাড়াও একটি রান আউট এবং একটি ক্যাচ ধরেন সাকিব।
