TRENDING:

আইপিএলে ডাক না পাওয়ার ভয়েই নাকি ভারতকে ম্যাচ ছেড়েছেন সাকিব! বাংলাদেশে নতুন তরজা

Last Updated:

Shakib Al Hasan handed over match to India deliberately with IPL in mind accuses Bangladesh supporters. আইপিএলে ডাক না পাওয়ার ভয়েই নাকি ভারতকে ম্যাচ ছেড়েছেন সাকিব!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যাডিলেড: তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং অভিজ্ঞ ক্রিকেটার। টাইগার ক্রিকেটের পোস্টার বয়। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কম নয়। ইদানিং ক্রিকেট কম, ব্যবসায় বেশি মন সাকিব আল হাসানের এমনটাই মনে করেন বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমী। সেটা সত্যি না মিথ্যা পরের ব্যাপার। কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে ভারতকে নাকি ইচ্ছে করে ম্যাচ ছেড়েছেন সাকিব।
সাকিবের বিরুদ্ধে ভারতকে ম্যাচ ছাড়ার অভিযোগ বাংলাদেশিদের
সাকিবের বিরুদ্ধে ভারতকে ম্যাচ ছাড়ার অভিযোগ বাংলাদেশিদের
advertisement

বাংলাদেশের অনেক সমর্থক মনে করেন আইপিএল থেকে মোটা টাকা কামাই লক্ষ্য থাকে সাকিবের। সেটা ভারতকে হারিয়ে দিলে পাছে কিছু অসুবিধা হয়, তাই নাকি দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে আউট হয়েছেন তিনি। এটাই ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। বৃষ্টি নামার আগে রান তাড়ায় ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। তখন ভারতের বোলাররাই চাপে ছিলেন।

আরও পড়ুন - অর্শদীপ নিয়ে দিলখোলা প্রশংসা আক্রম, ওয়াকারদের! মাটিতেই পা ভারতীয় পেসারের

advertisement

বৃষ্টিতে বন্ধ হওয়া খেলা পুনরায় শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। খেলা শুরুর পর প্রথম ওভারেই রান আউট হন দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস। ২৭ বলে ৬০ রান করা এই ব্যাটসম্যান আউট হওয়ার পরই ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে বাংলাদেশ।

ভারতের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন, সাকিবের উচিত ছিল কোহলির মতো শেষ পর্যন্ত খেলা। সেটি সাকিব যেহেতু করতে পারেননি, তাই তাঁর ‘অঘটন’ ঘটানো নিয়ে বড় বড় কথা বলা উচিত নয় বলেই মনে করেন ৪৪ বছর বয়সী সাবেক এই ওপেনার, আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল।

advertisement

দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়। সাকিব তিনে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১৩ রান করে আউট হন। বাংলাদেশ ৩০ বলে ৫২ রানে পিছিয়ে থাকতে ১২তম ওভারের প্রথম বলে আউট হন আফিফ হোসেন। সেই ওভারেরই পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হন সাকিব।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে বাংলাদেশ অধিনায়কের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও এগুলো প্রমাণ করার কোন জায়গা নেই। ব্যাটে রান করতে না পারলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট ছাড়াও একটি রান আউট এবং একটি ক্যাচ ধরেন সাকিব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে ডাক না পাওয়ার ভয়েই নাকি ভারতকে ম্যাচ ছেড়েছেন সাকিব! বাংলাদেশে নতুন তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল