সিনেমা মুক্তির আগে এখন অভিনেতাদের আসল কাজ হল প্রোমোশন। আর সেটা জমিয়ে করছেন কিং খান। দর্শকরা পাঠানের মুক্তির জন্য তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
আরও পড়ুন- কাতার বিশ্বকাপে আবার মৃত্যু! সাংবাদিকের পর এবার জীবন গেল নিরাপত্তা রক্ষীর
‘পাঠান’ এর প্রোমোশন করতে এবার শাহরুখ খান হাজির হচ্ছেন কাতার বিশ্বকাপে। এবার অফিসিয়ালি তিনি জানিয়ে দিলেন, রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে তিনি থাকবেন স্টুডিওতে। ফুটবল নিয়ে আলোচনা করবেন তিনি।
advertisement
সাধারণত ক্রিকেট মাঠেই দেখা যায় শাহরুখ খানকে। এবার তাঁকে দেখা যাবে ফুটবলের আলোচনায়। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল, কিং খান ফাইনালে পাঠানের প্রোমোশন করবেন। এবার শাহরুখ নিজেও জানিয়ে দিলেন সেই কথা।
১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচ উপলক্ষে শাহরুখ খান থাকবেন স্টুডিওতে ফুটবল নিয়ে আলোচনায়। তাঁর সঙ্গে থাকবেন ওয়েন রুনি।
১২ ডিসেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান বেসরম রং মুক্তি পেয়েছে। এর মধ্যেই গানটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।
আরও পড়ুন- হার-জিতের অনেক উপরে এই ছবি, বিশ্বকাপে দুই বন্ধুর ভালবাসার মুহূর্ত ভাইরাল
‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজক আদিত্য চোপড়া। সিনেমাটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তাছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।