দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে প্রোটিয়া ক্রিকেটার ম্যাথু ব্রিজকেপ সঙ্গে ঝামালায় জড়িয়ে পড়েন শাহিন আফ্রিদি। রান নেওয়া সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটারের সামনে ইচ্ছেকৃতভাবে দাঁড়িয়ে পড়েন শাহিন। দুজনের ধাক্কাও লাগে। এরপর মাঠেই একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দুজন। শাহিনকে তেড়ে যেতেও দেখা যায় ব্রিটজকের দিকে।
অপরদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে রান আউট করে মাঠেই উত্তেজনার বসে এমন সেলিব্রেশন করেন সাউদ সাকিল ও কামরান গুলাম। টেম্বা বাভুমার পথ আটকে সেলিব্রেশন করতে দেখা যায়, এমনকী তাঁর মুখের সামনে গিয়েও অঙ্গভঙ্গি করেন পাক ক্রিকেটাররা। যা একেবারেই ভালভাবে নেননি ম্যাচ রেফারি শাস্তি হয়েছে দুজনেরই।
advertisement
ঝামেলায় জড়ানোয় শাহিন আফ্রিদির ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে পাক পেসারকে। এই ডিমেরিট পয়েন্ট বেশি বিপদজনক। কারণ ভবিষ্যতে ফের এমন হলে নির্বাসিত হতে হবে শাহিন শাহ আফ্রিদিকে। অন্যদিকে, সাউদ সাকিল ও কামরান গুলামের ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে সতর্ক করা হয়েছে আইসিসির তরফে।