আরও পড়ুন: কোথায়, কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, গতিবেগই বা কত হবে? আপডেট দিল হাওয়া অফিস
‘দৈনিক জাগরণ’ নামে এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গম্ভীর ভারতের দায়িত্ব নিতে আগ্রহী হলে কেকেআরের মালিক শাহরুখের সঙ্গে আলোচনা করত হবে, কেকেআরের ছাড়পত্র পেলে তবেই ভারতের দায়িত্ব নিতে পারবেন গৌতম গম্ভীর। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চলতি মরসুমে আইপিএলের আগে গৌতম গম্ভীরের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান, যেখানে ১০ বছরের জন্য কলকাতার দায়িত্ব নিতে অনুরোধ করেন, বিনিময়ে একটি ব্ল্যাঙ্ক চেকও দেন, যাতে গম্ভীর তাঁর পছন্দমতো পারিশ্রমিক বসিয়ে নেন।
advertisement
আরও পড়ুন: কোথায়, কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, গতিবেগই বা কত হবে? আপডেট দিল হাওয়া অফিস
গত দুই আইপিএলে লখনউয়ের দায়িত্ব নিয়েছিলেন গম্ভীর। দুই মরসুমেই আইপিএলের প্লেঅফে পৌঁছয় লখনউ সুপার জায়েন্টস। এ বার কলকাতার হয়ে মেন্টর হিসাবে আইপিএল জেতার সুযোগ গম্ভীরের সামনে।