অনুষ্ঠানটি হয়েছিল নাটাগড় সংঘের প্রাঙ্গনে৷ স্কাউটের ছোট ছোট ছেলে মেয়েরা নিজেদের স্কিল তুলে ধরে৷ স্কাউট মানে অনুশাসন ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভিতকে মজবুত করে নেওয়া পরবর্তী পর্যায়ে দেশরক্ষার দায়িত্বে থাকা সামরিক বাহিনীতে যে নীতিতে কাজ হয় সেই মূল নীতির ওপরেই আধারিত হয় স্কাউট প্রোগ্রাম৷
advertisement
সেই স্কাউটে যাতে আরও শিশুদের আগ্রহী করে তোলা যায় তাই অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত খুদেরা দারুণ পারফর্ম করে সকলের মন জিতে নেয়৷
আরও পড়ুন - TMC Leader Beaten: আবার উত্তপ্ত রায়না, বাড়ি ফেরার পথে বেদম মার, গুরুতর জখম তৃণমূল নেতা
এদিকে অনুষ্ঠানে স্কাউট প্রোগ্রাম ছাড়াও আয়োজন ছিল সম্বর্ধনা অনুষ্ঠানের৷ সেখানে ছিলেন হ্যাম রেডিওর কর্ণধার অম্বরীশ নাগ বিশ্বাস, সাইকেল রিক্সা নিয়ে লাদাখ যাওয়া সত্যেন দাস৷ ছিল আইএসসি পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে এলাকাকে গর্বিত করা ছাত্র আয়ুষ্মান চক্রবর্তী৷
আরও পড়ুন - রাজ্য জুড়ে পালিত "খেলা হবে দিবস", বাম আমলের বঞ্চনায় বিকশিত হতে পারেনি ক্রীড়াক্ষেত্র, ফের তোপ
দেশের স্বাধীনতার বিশেষ এই বছর তাকে বিশেষ করে রাখতে অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের কর্ণধার নীলাব্জ দাসের এই ভাবনাকেও কুর্নিশ জানানো হয়৷