TRENDING:

Scout Training: খুদেরাই দেশের আগামী, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে স্কাউটের কারিগরিতে মুগ্ধ করা পারফরম্যান্স

Last Updated:

স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরের সেলিব্রেশনে রাজ্যের বিভিন্ন অংশে চলছে উদযাপন৷ সেই উদযাপনের স্রোত মেনেই উত্তর ২৪ পরগণার অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগণা: ভবিষ্যত যাঁদের হাতে সেই কচিকাচাদের তৈরি হতে হবে সঠিক ট্রেনিং মেনে আর সেই পথে স্কাউট ট্রেনিং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ৷ স্বাধীনতা দিবসের ৭৫ তম বছরের সেলিব্রেশনে রাজ্যের বিভিন্ন অংশে চলছে উদযাপন৷ সেই উদযাপনের স্রোত মেনেই উত্তর ২৪ পরগণার অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান৷
Scout Training programme will make young kid future ready
Scout Training programme will make young kid future ready
advertisement

অনুষ্ঠানটি হয়েছিল নাটাগড় সংঘের প্রাঙ্গনে৷ স্কাউটের ছোট ছোট ছেলে মেয়েরা নিজেদের স্কিল তুলে ধরে৷ স্কাউট মানে অনুশাসন  ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভিতকে মজবুত করে নেওয়া পরবর্তী পর্যায়ে দেশরক্ষার দায়িত্বে থাকা সামরিক বাহিনীতে যে নীতিতে কাজ হয় সেই মূল নীতির ওপরেই আধারিত হয় স্কাউট প্রোগ্রাম৷

advertisement

সেই স্কাউটে যাতে আরও শিশুদের আগ্রহী করে তোলা যায় তাই অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত  খুদেরা দারুণ পারফর্ম করে সকলের মন জিতে নেয়৷

আরও পড়ুন -  TMC Leader Beaten: আবার উত্তপ্ত রায়না, বাড়ি ফেরার পথে বেদম মার, গুরুতর জখম তৃণমূল নেতা

এদিকে অনুষ্ঠানে স্কাউট প্রোগ্রাম ছাড়াও আয়োজন ছিল সম্বর্ধনা অনুষ্ঠানের৷ সেখানে ছিলেন হ্যাম রেডিওর কর্ণধার অম্বরীশ নাগ বিশ্বাস, সাইকেল রিক্সা নিয়ে লাদাখ যাওয়া সত্যেন দাস৷ ছিল আইএসসি পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে এলাকাকে গর্বিত করা ছাত্র আয়ুষ্মান চক্রবর্তী৷

advertisement

আরও পড়ুন - রাজ্য জুড়ে পালিত "খেলা হবে দিবস", বাম আমলের বঞ্চনায় বিকশিত হতে পারেনি ক্রীড়াক্ষেত্র, ফের তোপ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশের স্বাধীনতার বিশেষ এই বছর তাকে বিশেষ করে রাখতে অ্যাডভান্স স্পোর্টস অ্যান্ড ট্রেনিংয়ের কর্ণধার নীলাব্জ দাসের এই ভাবনাকেও কুর্নিশ জানানো হয়৷

বাংলা খবর/ খবর/খেলা/
Scout Training: খুদেরাই দেশের আগামী, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে স্কাউটের কারিগরিতে মুগ্ধ করা পারফরম্যান্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল