TRENDING:

SC East Bengal vs Mumbai city FC: কার্ড সমস্যাই নেই হীরা মণ্ডল! মুম্বইকে আটকানো আজ কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের

Last Updated:

SC East Bengal up against Mumbai city FC in ISL tonight. হীরাকে ছাড়াই আজ মুম্বইকে আটকানোর চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়া: আইএসএলে নিজেদের প্রিয় দল ইস্টবেঙ্গলকে নিয়ে এখন আর চিন্তা করেন না লাল-হলুদ সমর্থকরা। দল গঠন যখন ঠিকঠাক হয়নি, তখন এই দল সাফল্য পাবে না সেটাই ছিল দস্তুর। ফুটবল বিজ্ঞানে তাই এই দলের ব্যর্থতার কারণ অদ্ভুত কিছু নয়। যা হওয়ার তাই হয়েছে। মাঝপথে স্প্যানিশ কোচ মারিও রিভেরা এসে এফসি গোয়াকে হারিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার। মঙ্গলবার মুম্বই সিটি এফসি’র মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের দৃষ্টিকোণ থেকে এই ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার (১৭ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে একাদশ স্থানে)। কিন্তু মুম্বইয়ের কাছে অতি গুরুত্বপূর্ণ।
মুম্বইয়ের বিরুদ্ধে আজ কঠিন লড়াই ইস্টবেঙ্গলের
মুম্বইয়ের বিরুদ্ধে আজ কঠিন লড়াই ইস্টবেঙ্গলের
advertisement

আরও পড়ুন - Gavaskar on Rohit Sharma: আগামী দু'মাসে অধিনায়ক রোহিত শর্মার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? বলে দিলেন গাভাসকার

এই মুহূর্তে তারা লিগ টেবিলে পাঁচ নম্বরে অবস্থান করছে। ১৬ ম্যাচে সংগ্রহ ২৫ পয়েন্ট। নক-আউটে যেতে হলে জিততেই হবে মুম্বইকে। বাণিজ্যনগরীর দলটির কোচ ডেস বাকিংহাম তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। পক্ষান্তরে, কার্ড সমস্যায় হীরা মণ্ডল না থাকায় রক্ষণ আরও অবিন্যস্ত হওয়ার কথা এসসি ইস্টবেঙ্গলের। পরিসংখ্যান বলছে, ১৭ ম্যাচে ৩৩ গোল হজম করেছে লাল-হলুদ ব্রিগেড।

advertisement

ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরার মুখে সেই একই কথার পুনরাবৃত্তি। বলছেন, গত ম্যাচের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে খেলতে নামবে ছেলেরা। তবে হীরা না থাকায় রক্ষণ নিয়ে সমস্যা বাড়বে। পাশাপাশি প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারছে না ফুটবলাররা। আসলে কোনও লক্ষ্য না থাকায় ছেলেরা মোটিভেট হতে পারছে না। তবে মঙ্গলবার পেরোসেভিচরা যথাসাধ্য লড়বে।

advertisement

আইএসএলে দ্বিতীয় জয় কবে আসবে? রিভেরার কাছে সদুত্তর নেই। মুম্বই সিটি এফসির কোচ ডেস বাকিংহাম জানিয়েছেন,আগের ম্যাচে আমরা জামশেদপুর এফসি’র কাছে হেরেছিলাম। আহমেদ জাহু চলে যাওয়ার পর দলের খেলায় বাঁধুনি ছিল না। মাঝমাঠে ও আমাদের দলের স্তম্ভ। মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচেও জাহু অনিশ্চিত। জানি, এসসি ইস্টবেঙ্গল লিগ টেবিলের সবার নীচে। তা সত্ত্বেও খাটো করে দেখা উচিত নয় প্রতিপক্ষকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মনে রাখবেন, নর্থইস্ট কিন্তু বেঙ্গালুরু এফসি’র মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য, ২০ মিনিটের মধ্যে গোল তুলে নেওয়া। লাল হলুদ জার্সি গায়ে হানামতে, জ্যাকিচাঁদ, মহেশ সিং, সিডল, আদিল খানরা আজ মুম্বইকে আটকে দিতে পারেন কিনা সেদিকে নজর থাকবে ফুটবল প্রেমীদের। অন্যদিকে বিপিন সিং, চাংতে, ইগর, ক্যাসিওরা শুরু থেকেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঝড় তোলার চেষ্টা করবেন। তবে ইস্টবেঙ্গল দল হীরা মণ্ডলকে মিস করবে তাতে সন্দেহ নেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
SC East Bengal vs Mumbai city FC: কার্ড সমস্যাই নেই হীরা মণ্ডল! মুম্বইকে আটকানো আজ কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল