TRENDING:

‘ন্যুড’ ফটোশ্যুট করে চমকে দিলেন এই মহিলা ক্রিকেটার, ছবি হল ভাইরাল !

Last Updated:

নিজের কাজে তিনি গর্বিত বলে জানিয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে ৷ উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বে অন্যতম সেরা সারা টেলর ৷ টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর পারফরম্যান্স দুরন্ত ৷ সারে স্টারসের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সও খুব ভাল ৷ সেই সারা সম্প্রতি পোস্ট করলেন তাঁর ‘ন্যুড ছবি’ ৷
advertisement

সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি এখন ভাইরাল ৷ হঠাৎ কেন এমন ‘নগ্ন’ ছবি পোস্ট করলেন ইংল্যান্ডের ক্রিকেটার ? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘স্টাম্পড’ করার ভঙ্গিতে একটি ছবি পোস্ট করেন সারা ৷ ইংল্যান্ডের জাতীয় দলে তিনি অনেক দিন ধরেই রয়েছেন ৷ যদিও গত কয়েকমাসে বেশ কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারেননি ব্যক্তিগত কারণ দেখিয়ে ৷ তবে তিনি ছবিতে ‘ন্যুড’ কেন, সেটা লিখেছেন ক্যাপশনে ৷ মহিলাদের নানাবিধ শরীরের সমস্যাকে তুলে ধরতেই উইমেন হেলথ UK-র উদ্যোগকে সমর্থন জানাতেই এগিয়ে এসেছেন সারা ৷ ন্যুড শ্যুটের সময় তাঁর কোনও সমস্যা হয়নি বলেও জানান সারা ৷ নিজের কাজে তিনি গর্বিত বলে জানিয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘ন্যুড’ ফটোশ্যুট করে চমকে দিলেন এই মহিলা ক্রিকেটার, ছবি হল ভাইরাল !