নতুন কিছু করাই তাঁর নেশা। যখন ক্রিকেট খেলতেন বা ক্রিকেট ছাড়ার পরেও নতুন কিছু উদ্ভাবন করাই তাঁর লক্ষ্য ৷ পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাক প্রথম ম্যাচ খেলেননি। কিন্তু হিউস্টনে দ্বিতীয় ম্যাচেই বাজিমাত ৷ তাঁর ‘ম্যাজিক’ বলেই বলা যেতে পারে ম্যাচ এবং সিরিজ পকেটে পুুরলেন শেন ওয়ার্ন। ২০ ওভারে ২৬৩ রান তাড়া করতে নেমে ২০৫ রানে শেষ হয়ে গেল সচিনদের দৌড়। এদিন টসে জিতে ওয়ার্ন ওয়ারিয়ার্সকে ব্যাট করতে পাঠান সচিন। সঙ্গার সংগারে ব্যাকফুটে চলে যায় ম্যাকগ্রা, পোলকদের বোলিং। তিরিশ বলে সত্তর রান করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া শ্রীলঙ্কার এই ক্রিকেটার।
advertisement
২৬২ রান বোর্ডে ওঠার পর ম্যাচ বেরিয়ে গিয়েছে বলাই যেতে পারে। তবুও এক দলে বীরু,সচিন, লারা। আশা একটা করাই যায়। সেহওয়াগকে ঝটকা দেন আগারকর। বেশিক্ষণ ব্যাট করতে পারলেন না সৌরভও। সচিন-লারা যখন ইনিংস টানছিলেন, তখনই সাকলিনের তিসরা। শেষবেলায় মার্কিন মুলুকে তুবড়ি ফোটালেন শন পোলক। তখন অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছে। সচিনদের হারিয়ে সিরিজ এখন ওয়ার্নদের। পরের স্টপ লস অ্যাঞ্জেলেস।