মদিনায় গিয়ে ছবি পোস্ট করেছেন সানিয়া। ছেলে ইজহান মির্জা মালিক, বাব-মা, বোন, বোনের স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ফেয়ারওয়েল ম্যাচ খেলে কিছুদিন আগেই টেনিস থেকে অবসর নেন সানিয়া মির্জা। অবসরের পরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালেুরু ফ্র্যাঞ্চাইজি মেয়েদের প্রিমিয়র লিগে সানিয়াকে মেন্টর হিসেবে ঘোষণা করা হয়।
আরও পড়ুন - IPL Toss: আইপিএলে টসের আর গুরুত্ব থাকল না, এবার বিরাট সিদ্ধান্ত ক্রোড়পতি লিগে
advertisement
টিম প্লে অফ থেকে ছিটকে যেতেই পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে সৌদি আরবে উড়ে গিয়েছেন সানিয়া। ছেলে ইজহান মালিককে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে উড়ে গিয়েছেন সানিয়া। সানিয়া ও তাঁর ছেলের খুনসুটি ধরা পড়েছে ছবিতে। গত ফেব্রুয়ারি মাসে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন টেনিস তারকা।
অবসরের পর পরিবারের সঙ্গে সময় কাটালেও শোয়েব মালিক কোথায়! এই নিয়ে নেটিজেনের মনে নানা প্রশ্ন উঠেছে।বিবাহ বিচ্ছেদের খবরে শোরগোল পড়েগিয়েছিল নেটপাড়ায়। এখন একছাদের নীচে থাকে না তাঁরা। ছেলে ছেলেকে নিয়ে বহুদিন ধরে আলাদা থাকছেন এই টেনিস তারকা। সঙ্গে রয়েছেন সানিয়ার বোন অনম এবং তার মেয়ে। বাবা ইমরান মির্জাও আছেন। সানিয়ার এই ছবি দেখে মহেশ বাবু থেকে শুরু করে হুমা কুরেশি, এ আর রহমান সবাই লাইক দিয়েছেন।