TRENDING:

রিও অলিম্পিকে ভারতের মুখ ‘বজরঙ্গী ভাইজান’

Last Updated:

কাশ্মীর থেকে কন্যাকুমারিকা যাঁর পাগল ফ্যান। তিনি নিজে আবার চরম ভক্ত সানিয়া মির্জা, বিজেন্দর সিং-র মতো দেশের খেলতারকাদের। বজরঙ্গী ভাইজানের জনপ্রিয়তা বলিউড ছাড়িয়ে। বলিউড তারকার এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে এবার রিও অলিম্পিকে দেশের ‘গুডউইল অ্যাম্ব্রাসাডর’ করা হল সল্লু মিঞাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:   কাশ্মীর থেকে কন্যাকুমারিকা যাঁর পাগল ফ্যান। তিনি নিজে আবার চরম ভক্ত সানিয়া মির্জা, বিজেন্দর সিং-র মতো দেশের খেলতারকাদের। বজরঙ্গী ভাইজানের জনপ্রিয়তা বলিউড ছাড়িয়ে। বলিউড তারকার এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে এবার রিও অলিম্পিকে দেশের ‘গুডউইল অ্যাম্ব্রাসাডর’ করা হল সল্লু মিঞাকে। শনিবার দিল্লিতে সর্দার সিং, মেরি কমদের উপস্থিতিতে ২০১৬-র অলিম্পিকের অ্যাম্বাসডর ঘোষণা করা হল সলমনকে। খেলাধুলোর প্রতি সল্লুর ঝোঁক বরাবরের। প্রো-কবাডি লিগে বেশ কয়েকবার ম্যাচও দেখতে গিয়েছেন বলিউড নায়ক। তবে অলিম্পিকের মতো বড় আসরে সলমনের অন্তর্ভুক্তিতে দেশে মাইনর গেমসের জনপ্রিয়তা বাড়বে বলেই ধারণা ক্রীড়ামহলের।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
রিও অলিম্পিকে ভারতের মুখ ‘বজরঙ্গী ভাইজান’