বুঝতে পারছেন না যা শুনছেন সত্যি কিনা। যেন চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে। সেই কবেকার সম্পর্ক দুজনের। সচিন বনাম শেন ওয়ার্ন লড়াই একটা সময় মোহিত করে রাখত ক্রিকেট বিশ্বকে। হাজার হাজার মানুষ মারা যেতেন দুনিয়ার সেরা ব্যাটসম্যান এবং লেগ স্পিনারের লড়াই দেখবেন বলে। সচিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ব্যথিত, শোকার্ত এবং স্তম্ভিত। শেন ওয়ার্ন নেই বিশ্বাস হচ্ছে না। তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ছিল উজ্জ্বল।
advertisement
মাঠের ভেতরে এবং বাইরে কত মুহূর্তে মনে পড়ছে। ভারত এবং ভারতবাসীর জন্য তোমার হৃদয় আলাদা জায়গা ছিল। তোমাকে ভোলা অসম্ভব। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান নিজের ৯০ তম জন্মদিনে একসঙ্গে ডেকেছিলেন সচিন এবং শেন ওয়ার্নকে। পরে ক্রিকেটের প্রচার করতে আমেরিকায় একসঙ্গে গিয়েছেন সচিন, ওয়ার্ন।
শারজায় শেন ওয়ার্নকে সচিনের মারা বিশাল ছক্কাগুলো মন থেকে মুছে যায়নি ক্রিকেট প্রেমীদের। সচিনের মতই শেন ওয়ার্নকে হারিয়ে শোকোস্তব্ধ ব্রায়ান লারা। ক্যারিবিয়ান কিংবদন্তি লিখেছেন আজ একজন মহান ক্রিকেটারকে নয়, আমার আপন ভাইকে হারালাম। একজন প্রকৃত স্পোর্টসম্যান ছিল ওয়ার্নি।