TRENDING:

Sachin Tendulkar: তিনি ‘সব্যসাচী’, বললেন সচিন তেন্ডুলকর

Last Updated:

শুক্রবার, ১৩ অগাস্ট ছিল বিশ্ব বাঁ-হাতি দিবস ৷ এ দিন একটি গল্ফ খেলার ভিডিয়ো পোস্ট করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : শুক্রবার, ১৩ অগাস্ট ছিল বিশ্ব বাঁ-হাতি দিবস ৷ এ দিন একটি গল্ফ খেলার ভিডিয়ো পোস্ট করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ দেখা যায়, উন্মুক্ত গল্ফ কোর্সে তিনি খেলছেন ৷ খেলা শুরুর আগে নেটিজেনদের বলছেন, ‘আপনারা কি জানতেন আমি অ্যাম্বিডেক্সট্রাস?’
advertisement

‘অ্যাম্বিডেক্সট্রাস’ শব্দের অর্থ হল যিনি ডান ও বাঁ হাতে সমান দক্ষ ৷ বাংলায়, সব্যসাচী ৷ দু’ হাতে সমান ভাবে তির নিক্ষেপ করতে পারতেন বলে কৌন্তেয় অর্জুনের আর এক নামও সব্যসাচী ৷ তেন্ডুলকরের ভক্তরা ভালই জানেন তাঁর দু’ হাত সম দক্ষতায় কাজ করে ৷ তিনি ক্রিকেটে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং করতেন ডান হাতে ৷ ক্রিকেট মাঠ ছাড়া খাওয়া, লেখা-সহ সব কাজ বাঁ হাতে ৷

advertisement

তবে ফেসবুকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল সচিন গল্ফকোর্সে বলকে নির্দিষ্ট লক্ষ্যে পাঠালেন বাঁ হাতের মোচড়েই ৷ অর্থাৎ এখানে তিনি ক্রিকেটের মতো ডান হাত ব্যবহার করলেন না ৷ তাঁর এই খেলার সাক্ষী ছিলেন যুবরাজ সিং ৷ প্রসঙ্গত তিনিও একজন বাঁ হাতি ৷ খেলার আগে সচিনকে যুবরাজ বলেন, ‘মাস্টার ব্লাস্টারের মতোই খেলতে হবে ৷’ এবং তার পর দেখা যায় সচিন সত্যি নিখুঁতভাবে গল্ফের বলকে অভীষ্ট লক্ষ্যে পাঠালেন ৷

advertisement

ক্রিকেট থেকে অবসরের পর সচিন সামাজিক মাধ্যমে এখন খুবই সক্রিয় ৷ বিভিন্ন প্রসঙ্গে তিনি পোস্ট করেন ৷ কিছুদিন আগেই মুম্বইয়ে নিজের বাড়িতে সচিন দেখা করেন টোকিয়ো অলিম্পিকে রুপোজয়ী মীরবাঈ চানুর সঙ্গে ৷ তাঁদের দু’জনের ছবির সঙ্গে সচিন লেখেন, ‘‘সইখোম মীরাবাঈ চানু ভারোত্তোলনের মতো জীবনীশক্তিকেও খুব সহজে তুলে ধরতে পারেন ৷ আপনার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা ছিল অসাধারণ ৷’’ আরও যোগ করেন, আপনার মতো চ্যাম্পিয়নের যাত্রা আরও অনেক বিজয়ীকে উদ্বুদ্ধ করে ৷ আপনি আপনার জীবনে ও কেরিয়ারে আরও অনেক উচ্চতায় উঠতে থাকুন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

টোকিয়ো অলিম্পিক চলাকালীন মীরাবাঈ চানু ছাড়াও বাকি পদকজয়ী অর্থাৎ নীরজ চোপড়া, বজরঙ্গ পুনিয়া, রবিকুমার দাহিয়া, লভলিনা বড়গোহাইন, পি ভি সিন্ধু ও ভারতীয় পুরুষ হকি দলের কৃতিত্বকে সামাজিক মাধ্যমে কুর্নিশ জানান সচিন ৷ বাহবা জানিয়েছেন মহিলা হকি দলের অভূতপূর্ব কৃতিত্বকেও ৷ টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রাকেও তাঁর লড়াইয়ের জন্য অভিনন্দিত করেছেন সচিন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar: তিনি ‘সব্যসাচী’, বললেন সচিন তেন্ডুলকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল