এছাড়াও লম্বা পোস্টে নিজের মনের কোণের একাধিক কথা তুলে ধরেছেন বিরাট কোহলি। কোহলির টেস্ট থেকে অবসরের ঘোষণা আসার পর থেকে ক্রিকেট ও ক্রীড়া জগৎজুড়ে প্রতিক্রিয়ার ঢল নেমেছে। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন। সেই তালিকায় সচিন তেন্ডুকর, গৌতম গম্ভীর থেকে রবি শাস্ত্রী, বাদ যাননি কেউই। নীচে কিছু প্রতিক্রিয়া দেওয়া হল:
কিংবদন্তী সচিন তেন্ডুলকর কোহলির অবসর প্রসঙ্গে লিখেছেন, “তুমি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছো, তখন আমার মনে পড়ে ১২ বছর আগের সেই হৃদয়ছোঁয়া মুহূর্তটা। আমার শেষ টেস্ট ম্যাচে তুমি একটি বিশেষ প্রস্তাব দিয়েছিলে। তুমি তোমার প্রয়াত পিতার ব্যবহৃত একটি পৈতে আমাকে উপহার দিতে চেয়েছিলে। এটা আমার জন্য খুবই ব্যক্তিগত এবং আবেগঘন ছিল, তাই আমি গ্রহণ করিনি। কিন্তু তোমার সেই আন্তরিকতা আজও আমার মনে গেঁথে আছে। আমার পক্ষে কোনো সূতো উপহার দেওয়া সম্ভব না হলেও, তোমাকে আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও শুভকামনা । তোমার প্রকৃত উত্তরাধিকার সেই অসংখ্য তরুণ ক্রিকেটার, যাদের তুমি অনুপ্রাণিত করেছো খেলাটা শুরু করতে। কী অসাধারণ টেস্ট কেরিয়ার ছিল তোমার। তুমি শুধু রানই করোনি, ভারতীয় ক্রিকেটকে দিয়েছো একদল নতুন, আবেগী সমর্থক আর খেলোয়াড়। একটি বিশেষ টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন!”
ক্রিকেট জীবনে একাধিকবার কোহলির সঙ্গে বিতর্কে জড়িয়েছেন গৌতম গম্ভীর। বিশেষ করে আইপিএলে কোহলি-গম্ভীরের ডুয়েল সকলের জানা। তবে ভারতীয় দলের কোচ হওয়ার পর সেই তিক্ততা আর নেই। কোহলির অবসরে আবেগঘন পোস্ট করেছেন গৌতিও। কোহলির অবসরের পরে এক্স হ্যান্ডলে তাঁর একটি ছবি দেন গম্ভীর। ক্যাপশনে লেখেন, “এমন এক মানুষ যার আগ্রাসন সিংহের মতো। চিক্স, তোমাকে মিস্ করব।”
ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা কোহলির অধিনায়ক থাকাকালীন যাকে কোচ হিসেবে বেশি পেয়েছেও ও যার খুব পছন্দের পাত্র ছিলেন বিরাট, সেই রবি শাস্ত্রীও প্রতিক্রিয়া দিয়েছেন। লিখেছেন,”বিশ্বাসই হতে চাইছে না যে তুমি শেষ করে ফেললে। তুমি আধুনিক যুগের একজন দানবাকৃতি ক্রিকেটার, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটের এক অসাধারণ দূত ছিলে—যেভাবে তুমি খেলেছো এবং নেতৃত্ব দিয়েছো, তা ছিল অনন্য। তুমি যে অমূল্য স্মৃতিগুলো সবাইকে দিয়েছ, বিশেষ করে আমাকে, তা আমি আজীবন সযত্নে রাখব। ভালো থেকো, চ্যাম্প। ঈশ্বর তোমার মঙ্গল করুন, বিরাট কোহলি।”
বিরাট কোহলির খুব ভাল বন্ধু ও আরসিবিতে দীর্ঘ দিনের সতীর্থ এবি ডিভিলিয়ার্স এক্স হ্যান্ডেলে লিখেছেন, তোমার জন্য অভিনন্দন, অসাধারণ টেস্ট কেরিয়ারের জন্য! তোমার দৃঢ় সংকল্প এবং দক্ষতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তুমি সত্যিকারের এক কিংবদন্তি!”
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং লিখেছেন,”বিরাট, আমরা একসাথে সেই যুগটা কাটিয়েছি… কঠিন সময়গুলো একসাথে সামলেছি, টেস্ট ক্রিকেটের দীর্ঘ দিনগুলো গর্বের সঙ্গে কাটিয়েছি। সাদা জার্সিতে তোমার ব্যাটিং ছিল অসাধারণ — শুধু পরিসংখ্যানে নয়, মানসিকতা, তীব্রতা এবং প্রেরণায়ও। আগামীর জন্য শুভকামনা।”
ইরফান পাঠান লিখেছেন, অসাধারণ একটি টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন, বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে তুমি শুধু ম্যাচ জেতাওনি—মানসিকতারও পরিবর্তন ঘটিয়েছ। তুমি ফিটনেস, আক্রমণাত্মক মানসিকতা এবং সাদা জার্সির গর্বকে নতুন মানদণ্ডে পরিণত করেছ। তুমি আধুনিক ভারতীয় টেস্ট ক্রিকেটের সত্যিকারের পথপ্রদর্শক। ধন্যবাদ, বিরাট।ঠ
প্রসঙ্গত, নিজের টেস্ট কেরিয়ারে ১২৩টি ম্যাচে কোহলি করেছেন ৯,২৩০ রান, গড় ছিল ৪৬.৮৫, যার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ রান,অপরাজিত ২৫৪, যা ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। ভারত অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ৬৮টি টেস্টে ৪০টি জিতেছেন। যা তাঁকে ভারতের সবথেকে সফল টেস্ট অধিনায়কে পরিণত করেছে।