সিএসকের বোলিংয়ের সময় একটি ভিডিওতে দেখা গিয়েছে, ডেলিভারি করার পর খালিল আহমেদ পকেট থেকে একটা কিছু বার করে বলের মধ্যে লাগাচ্ছেন। খালিলের হাতে কিছু ছিল কিনা তা অবশ্য পরিষ্কার দেখা যায়নি। এরপর রুতুরাজ কাছে আসতেই তাঁর হাতে সেই জিনিসটি দিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে রুতুরাজ তার হাতটি পকেট ঢুকিয়ে নিলেন।
advertisement
তবে জিনিসটি কী ছিল তা কিন্তু বোঝা যায়নি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি। বল বিকৃতির অভিযোগ ওঠে দুই সিএসকে তারকার বিরুদ্ধে। তবে অনেক আবার বলেছেন, খালিলের হাতের আংটি রুতুরাজকে দেন তিনি। সেটাই সিএসকে অধিনায়ক নিজের পকেটে পুরেছেন। এরসঙ্গে বল বিকৃতির কোনও সম্পর্ক নেই। তবে বিতর্ক কিন্তু কমছে না।
আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচের পরই নিজের দাবি জানালেন রাহানে! কী চাইলেন কেকেআর অধিনায়ক
এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ চেন্নাই সুপার কিংসকে কঠোর শাস্তির দেওয়ার দাবি জানিয়েছে বিসিসিআইয়ের কাছে। কেউ তো আবার ২ বছরের জন্য সিএসকেকে ব্যান করার দাবিও তুলেছে ও পুণে ওয়ারিয়র্স ও কোচি তস্কর্সকে ফেরানো কথা বলেছেন। শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।