তার একাডেমির দিনগুলোতেও তাকে মেন্টর হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসি। ফলে এই ব্রাজিলিয়ান জাদুকরের সঙ্গে ভীষণ সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় এই আর্জেন্টাইন তারকার। তারপর থেকেই তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু পেপ গারদিওলা কোচ হয়ে আসার পর, বার্সেলোনা ছাড়তে হয় রোনাল্ডিনহোকে। লিওনেল মেসির কাতার বিশ্বকাপ জয়ের জন্য তাকে অভিবাদন জানাতে ভুললেন না, তার প্রাক্তন সতীর্থ।
advertisement
আরও পড়ুন - নাগপুরে ভারতের বিরুদ্ধে টেস্টে কেমন হবে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ! এক ঝলকে দেখে নিন ছবিতে
তিনি বললেন, বিশ্বকাপ জয়ের ঘটনায় (মেসির) আমি ভীষন খুশি, তার এটারই শুধু অভাব ছিল। তিনি চেয়েছিলেন, মেসির কেরিয়ারের শেষ অবধি তাকে বার্সেলোনায় খেলতে দেখতে। কিন্তু সেটা না হওয়ায় দুঃখ প্রকাশ করলেন তিনি, লিও ক্লাবে থেকে যেতে চাইছিলেন এবং ক্লাবও সেরকম চাইছিল, কিন্তু লা লিগার নতুন নিয়মের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি আর।
লিওনেল মেসি কাতার বিশ্বকাপে প্রভুত্ব করেছেন, ১৯৮৬তে সবাই যেমন মারাদোনার বিশ্বকাপ বলে উল্লেখ করে, ঠিক তেমনই ২০২২ বিশ্বকাপটা ছিল মেসিরই। গোটা টুর্নামেন্টে ৭টি গোল এবং ৩টি গোল করে দ্বিতীয় বার বিশ্বকাপের সেরা প্লেয়ারের খেতাব ঘরে নিয়ে এসেছেন। মেক্সিকোর বিরুদ্ধে গোল থেকে শুরু করে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্ব মানের এ্যাসিস্ট, লিওনেল মেসিই ছিলেন এই বিশ্বকাপের যোগ্য দাবিদার।
অনুষ্ঠানে রোনাল্ডিনহো প্রশংসা করলেন তার প্রাক্তন সতীর্থ জাভিরও। বার্সার দায়িত্বে জাভিকে নিয়ে আশাবাদী তিনি। রোনাল্ডিনহো মনে করছেন জাভির হাত ধরে, আরো ইতিহাস সৃষ্টি করবে বার্সেলোনা।