TRENDING:

DC vs MI: টস জিতলেন রোহিত, দিল্লির বিরুদ্ধে প্রথমে বল করবে মুম্বই ইন্ডিয়ান্স

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দেশের রাজধানীতে আজ আইপিএল এর মহা যুদ্ধ। দিল্লি দখল করতে মরিয়া থাকবে মুম্বই। প্রবল চাপ মাথায় নিয়েই হেভিওয়েট দুই দল মঙ্গলবার মুখোমুখি হচ্ছে। রোহিতের মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে গতবছর তারা শেষ করেছিল ‘লাস্টবয়’ হিসেবে। এবার চাকা ঘোরার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যায়নি। আসলে, অধিনায়ক রোহিত একেবারেই ছন্দে নেই।
দিল্লিকে হারাতে মরিয়া রোহিতের মুম্বই
দিল্লিকে হারাতে মরিয়া রোহিতের মুম্বই
advertisement

একই অবস্থা সূর্যকুমার যাদবের। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও প্রত্যাশা পূরণে ব্যর্থ। ওপেনার ঈশান কিষানের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। একমাত্র তিলক ভার্মা মিডল অর্ডারে কিছুটা ভরসা জোগাচ্ছেন। বোলিংয়ে যশপ্রীত বুমরাহর অভাব অনুভূত হচ্ছে প্রতি পদে। জ্যাসন বেহরেনডর্ফ কিংবা পীযূষ চাওলাকে দিয়ে ষষ্ঠবার খেতাব জয়ের স্বপ্ন না দেখাই ভালো মুম্বই সমর্থকদের।

অন্যদিকে, দিল্লি শিবিরে আবার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের অবস্থা। দুই হাইপ্রোফাইল সাপোর্ট স্টাফ কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলির উপস্থিতিও রাজধানীর ফ্র্যাঞ্চাইজির ভাগ্য বদলাতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ, ডেভিড ওয়ার্নার ছাড়া ব্যাটিংয়ে কারও ধারাবাহিকতা নেই। পৃথ্বী সাউ, মণীশ পাণ্ডেরা দ্রুত রানে না ফিরলে মুম্বইয়ের বাধা টপকানো কঠিন হবে দিল্লির।

advertisement

আসলে ঋষভ পন্থের না থাকাটা দিল্লির ব্যাটিংয়ের ভারসাম্য নষ্ট করেছে। বঙ্গতনয় অভিষেক পোড়েল সাধ্য মতো খেলার চেষ্টা করলেও, ঋষভের অভাব ঢাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে ললিত যাদব ও অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার অতীতে অনেক ম্যাচ জিতিয়েছেন। তাই মিডল অর্ডারে তাঁদের দায়িত্ব নিতে হবে। মুম্বইয়ের তুলনায় দিল্লির বোলিং কিছুটা শক্তিশালী।

advertisement

দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নর্তজে আসায় পেস আক্রমণ অক্সিজেন পেয়েছে। আছেন খলিল আহমেদ ও মুকেশ কুমার। স্পিন বিভাগে ক্যাপ্টেন ওয়ার্নারের সেরা অস্ত্র কুলদীপ যাদব। মুম্বই দলে যতক্ষণ পর্যন্ত না সূর্য কুমার ফর্মে ফিরছেন ততক্ষণ তারা বড় রান তুলতে পারবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিছুটা ভরসা দিচ্ছেন টিম ডেভিড। অন্যদিকে দিল্লি নিজেদের ঘরের মাঠে লজ্জা ঝেড়ে ফেলে, প্রথম জয় তুলে নিতে পারে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। দলের মালিক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন হারের হ্যাটট্রিক করার পর। এতে কোনও কাজ হয় কিনা সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/খেলা/
DC vs MI: টস জিতলেন রোহিত, দিল্লির বিরুদ্ধে প্রথমে বল করবে মুম্বই ইন্ডিয়ান্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল