বিরাটের ছেড়ে যাওয়া আসনে রোহিত শর্মা যোগ্য বলে মনে করেন সৌরভরা। মূলত বোর্ড কর্তাদের যুক্তি, দক্ষিণ আফ্রিকা সফরের আগেই অজিঙ্কা রাহানের জায়গায় টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত। ফলে অধিনায়ক দায়িত্ব ছাড়ার পর তাঁর জায়গায় সহ-অধিনায়ক দায়িত্ব নেবেন।
আরও পড়ুন: বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে বি গ্রেডে নামতে পারেন পূজারা, রাহানে
advertisement
বোর্ডের এক কর্তা জানান, "টেস্ট দলে রোহিত শর্মা অধিনায়ক হবেন। এ বিষয়ে আলোচনা হয়েছে। সাধারণত সহ-অধিনায়কই অধিনায়ক হন। এবারও সেটাই হতে চলেছে।" এমনিতেও টেস্ট দলে সাম্প্রতিক সময়ে ভালোই পারফর্ম করছেন রোহিত। অতীতেও রঞ্জি ট্রফিতে চার দিনের ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মুম্বইয়ের এই তারকার। রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড নিউজ 18 বাংলা-কে জানান, "রোহিতের মধ্যে সব রকম ক্ষমতা রয়েছে নেতৃত্ব দেওয়ার টেস্ট ক্রিকেটে। রোহিতের নেতৃত্বে ভারতীয় টেস্ট দল সাফল্য পাবে। ইতিমধ্যেই রোহিতের নেতৃত্ব সব জায়গাতেই প্রমাণিত।"
আরও পড়ুন: শুরুতেই ফের সামনে পাকিস্তান, ঘোষিত টি ২০ বিশ্বকাপের সূচি, বদলা নিতে পারবেন কোহলিরা?
দীনেশ আরও জানান, "টেস্ট দলে রোহিতের ওপেন করা উচিত। ওটাই সবথেকে পছন্দের জায়গা।" ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঠিক করে ফেললেও বোর্ড কর্তারা এখনই ঘোষণা করছেন না বলে খবর। আসলে সামনে কয়েকদিন ভারতের টেস্ট সিরিজ নেই। ফেব্রুয়ারি মাসের শেষে ভারতে আসবে শ্রীলঙ্কা। সেই সিরিজে টেস্ট ম্যাচ রয়েছে। তার আগে ভারতের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে খবর। শ্রীলঙ্কার আগে আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে আসবে। তিনটি একদিন ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেই সিরিজে একদিনের দলকে প্রথমবার নেতৃত্ব দেবেন রোহিত। ইতিমধ্যেই চোট সারিয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন রোহিত শর্মা।