কিন্তু সময় বদলায়, পরিস্থিতি বদলায়। রোহিতের অধিনায়কত্ব হারানোর পর গিলের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে নানা জল্পনা চলছে। এই আবহে একটি ভিডিও নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। যেখানে গিলের উপর রাগতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। এমনকী উত্তপ্ত বাক্য বিনিময় ও গালিগালাজও গিলকে রোহিত করে বলে মনে করে ফ্যানেরা।
advertisement
ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের সময়। সেই সিরিজে দীর্ঘ ১৪ মাস পর জাতীয় দলে ফিরে আসা রোহিতের জন্য ম্যাচটি শুরু হয় ভয়ানকভাবে। ইনিংসের দ্বিতীয় বলেই শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে তিনি রান আউট হন। রোহিতের রাগ প্রকাশ্যে আসে মাঠেই, যা পুরো ড্রেসিংরুমে উত্তেজনার সঞ্চার করে। এটি ছিল তার টি-২০ কেরিয়ারে ষষ্ঠ রান আউট। মাথায় গিলকে লক্ষ্য করে হাত নাড়িয়ে কথা বলতে দেখা যায় রোহিতকে।
ম্যাচ শেষে রোহিত অবশ্য শান্ত হন এবং বলেন, “এমন ঘটনা খেলারই অংশ। আমরা ম্যাচটা জিতেছি, সেটাই আসল কথা।” তবুও ওই ঘটনার মাধ্যমে একটা প্রশ্ন সামনে আসে—পুরনো ও নতুন নেতার মধ্যে কতটা সমন্বয় সম্ভব? শুভমান গিল এখন ভারতের ভবিষ্যতের নেতা। রোহিত যখন চল্লিশের কোঠায় পৌঁছবেন, তখন দলের ভার থাকবে গিলের কাঁধে। আগামী দিনে রোহিত-গিল সম্পর্কে কেমন থাকে সেদিকেই নজর সকলের।