TRENDING:

গিলকে চরম গালিগালাজ রোহিতের! রেগে হয়েছিলেন লাল! বর্তমান ও প্রাক্তন অধিনায়কের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে

Last Updated:

Rohit Sharma Show Anger On Shuman Gill: আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সকলের নজর ভারতের দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। একইসঙ্গে আলোচনায় রোহিত কোহলির সম্পর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সকলের নজর ভারতের দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। অজিভূমে রওনা দেওয়ার আগে অধিনায়কত্ব হারানোর পরও রোহিত শর্মা তার উত্তরসূরি শুভমান গিলকে আলিঙ্গন করে বড় মনের পরিচয় দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে রওনা দেওয়ার আগে দিল্লি বিমানবন্দরে তাদের এই সাক্ষাৎ হৃদয়ছোঁয়া মুহূর্ত তৈরি করে, যা বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।
News18
News18
advertisement

কিন্তু সময় বদলায়, পরিস্থিতি বদলায়। রোহিতের অধিনায়কত্ব হারানোর পর গিলের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে নানা জল্পনা চলছে। এই আবহে একটি ভিডিও নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। যেখানে গিলের উপর রাগতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। এমনকী উত্তপ্ত বাক্য বিনিময় ও গালিগালাজও গিলকে রোহিত করে বলে মনে করে ফ্যানেরা।

advertisement

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের সময়। সেই সিরিজে দীর্ঘ ১৪ মাস পর জাতীয় দলে ফিরে আসা রোহিতের জন্য ম্যাচটি শুরু হয় ভয়ানকভাবে। ইনিংসের দ্বিতীয় বলেই শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে তিনি রান আউট হন। রোহিতের রাগ প্রকাশ্যে আসে মাঠেই, যা পুরো ড্রেসিংরুমে উত্তেজনার সঞ্চার করে। এটি ছিল তার টি-২০ কেরিয়ারে ষষ্ঠ রান আউট। মাথায় গিলকে লক্ষ্য করে হাত নাড়িয়ে কথা বলতে দেখা যায় রোহিতকে।

advertisement

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: স্ট্রাইকরেট ২৮০! রনজির প্রথম ম্যাচেই কী কাণ্ড ঘটালেন বৈভব সূর্যবংশী? জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
মহিলাদের আত্মরক্ষায় যুবকের দুর্দান্ত আবিষ্কার ! ২ দিনেই তৈরি করে ফেললেন অভিনব এই ‘বন্দুক’
আরও দেখুন

ম্যাচ শেষে রোহিত অবশ্য শান্ত হন এবং বলেন, “এমন ঘটনা খেলারই অংশ। আমরা ম্যাচটা জিতেছি, সেটাই আসল কথা।” তবুও ওই ঘটনার মাধ্যমে একটা প্রশ্ন সামনে আসে—পুরনো ও নতুন নেতার মধ্যে কতটা সমন্বয় সম্ভব? শুভমান গিল এখন ভারতের ভবিষ্যতের নেতা। রোহিত যখন চল্লিশের কোঠায় পৌঁছবেন, তখন দলের ভার থাকবে গিলের কাঁধে। আগামী দিনে রোহিত-গিল সম্পর্কে কেমন থাকে সেদিকেই নজর সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
গিলকে চরম গালিগালাজ রোহিতের! রেগে হয়েছিলেন লাল! বর্তমান ও প্রাক্তন অধিনায়কের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল