আইএএনএস-এর সঙ্গে কথা বলার সময় দীনেশ লাড বলেন, “আমার মনে হয় রোহিত শর্মার পরিকল্পনা হলো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলে এবং ভারতকে চ্যাম্পিয়ন করে অবসর নেওয়ার। রোহিত সেই দিকেই প্রস্তুতি নিচ্ছে। সে একেবারেই ফিট আছে। সে ৭ থেকে ৮ কেজি ওজন কমিয়েছে। বিরাটের ফিটনেস নিয়ে তো বলার কিছুই নেই। আমার মনে হয়, রোহিত এবং বিরাট দুজনেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের অপেক্ষায় আছেন।”
advertisement
দীনেশ লাড আরও বলেন, “অস্ট্রেলিয়ান পিচে ভারতীয় ব্যাটসম্যানরা বরাবরই ভালো ব্যাটিং করে এসেছে। আমার মনে হয় না আসন্ন সফরে ভারতীয় ব্যাটসম্যানদের কোনো সমস্যা হবে। রোহিত ও বিরাটও সাফল্য পাবেন।” তরুণ খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একসময় মনে হচ্ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের কারণে টেস্ট ও টি-২০ ফরম্যাটে ভারতীয় দলকে সমস্যা পড়তে হবে, কিন্তু তরুণ খেলোয়াড়রা দারুণভাবে দুটি ফরম্যাটেই পারফর্ম করেছে। যুবরা রোহিত ও বিরাটের অভাব অনুভব করতে দেয়নি। আমাদের ভবিষ্যৎ ভালো। শুধু ব্যাটিং নয়, আমাদের বোলিংও শক্তিশালী।”
আরও পড়ুনঃ Shubman Gill: রোহিতকে সরিয়ে অধিনায়ক হয়েই ‘হুঙ্কার’ গিলের! বড় কথা বলে দিলেন ভারতের নতুন নেতা
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকর শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ ম্যাচের সিরিজের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছেন। ওয়ানডেতে রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে এবং শ্রেয়স আইয়ারকে সহ-অধিনায়ক করা হয়েছে। রোহিত শর্মা একজন খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন। বিরাট কোহলিও দলে আছেন। টি-২০ দলে এশিয়া কাপ জয়ী দলকেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে অপরিবর্তিত রাখা হয়েছে। ইনজুরির কারণে হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়া সফরের দলে নেই।