TRENDING:

‘হিটম্যান’ রোহিত একবার এক সতীর্থকে ঘুঁষি মারতে চেয়েছিলেন, নিজেই করলেন খোলসা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : ভারতীয় দলের অন্দরের কোন্দলের খবর সংবাদমাধ্যম অবধি বড় একটা এসে পৌঁছয় না ৷ এখন ভারতীয় দলের ‘হাম সাথ সাথ হ্যায়’ ভাবমূর্তি সুপারহিট ৷ কিন্তু এই ‘পিকচার পারফেক্টে’ চিড় ৷
advertisement

খোলসা করলেন খোদ রোহিত শর্মাই ৷ তিনি একবার এত রেগে গিয়েছিলেন যে রোহিত শর্মা নিজের হিটম্যান তকমা একজন মানুষের ওপরই ব্যবহার করতে গিয়েছিলেন ৷ তাঁর হাতে যাঁর মার জুটছিল তিনি হলেন রবীন্দ্র জাডেজা ৷

অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা দু‘জনেই এই বিষয়টি জানিয়েছেন ৷ ঘটনাটি ঘটেছিল এবারের ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের সময় ৷ জঙ্গল সাফারিতে গিয়েছিল ভারতীয় দল ৷ দুটি চিতা খাবারের খোঁজে বেরিয়েছিল ৷  সে সময় রবীন্দ্র জাদেজা তাঁদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল ৷

advertisement

আর এতেই বেজায় ক্ষেপে গিয়েছিলেন রোহিত ৷ কার্যত মারতে উদ্যত হন তিনি ৷ রাহানে জানিয়েছেন , ‘‘ সাফারিতে খুব মজা হয়েছিল ৷ একটা সময়ে চিতা হেঁটে যাচ্ছিল , তার পিছনেও দুটো চিতা ছিল ৷ আমরা জঙ্গলের মধ্যে ছিলাম , আশপাশে কি আছে বুঝতে পারছিলাম না ৷ এমন সময় জঙ্গলের ঠিক মধ্যিখানে দুটো চিতা সবে শিকার ধরেছিল ৷ আমরা ছাড়াও সঙ্গে আমাদের স্ত্রী-রাও ছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এরপর রোহিত শর্মা জানিয়েছেন ,‘‘ এই সময় জাদেজা মুখে একটা শব্দ করছিল ৷ ওদের ডাকার চেষ্টা করছিল , আমি তখন বলি কী করছ, ওরা যদি আমাদের দেখতে পায় তাহলে আমাদেরই মেরে ফেলবে ৷ ’’

বাংলা খবর/ খবর/খেলা/
‘হিটম্যান’ রোহিত একবার এক সতীর্থকে ঘুঁষি মারতে চেয়েছিলেন, নিজেই করলেন খোলসা