TRENDING:

‘‘ শাস্ত্রীকে মিস করব..... ’’: রোহিত

Last Updated:

ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা একটি অনুষ্ঠানে ‘উইল মিস শাস্ত্রী ’ বলে ফেলায় নতুন করে উঠেছে প্রশ্ন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অনিল কুম্বলেকে আগামী এক বছরের জন্য ভারতীয় দলের কোচ ঘোষণার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে ৷ কিন্তু এখনও কোচ নির্বাচন পর্ব নিয়ে জলঘোলা চলছে ৷ এর মধ্যেই আবার ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা একটি অনুষ্ঠানে ‘উইল মিস শাস্ত্রী ’ বলে ফেলায় নতুন করে উঠেছে প্রশ্ন ৷ তাহলে কি ভারতীয় দলের ক্রিকেটাররা কোচ হিসেবে শাস্ত্রীকেই চেয়েছিলেন ?
advertisement

রোহিত সাংবাদিকদের বলেন, ‘‘ শাস্ত্রী যখন ভারতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন, তখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ৷’’ একইসঙ্গে তিনি এটাও বলেন, ‘‘কুম্বলে যেভাবে খেলাটাকে নিয়ে ভাবেন, তা সত্যি অসাধারণ ৷ ক্রিকেট নিয়ে এমন এমন বিষয়ে তিনি আলোচনা করেন, তা শুনে আপনি মুগ্ধই হবেন ৷’’

কুম্বলেকে হেড কোচ হিসেবে নির্বাচিত করার আগে ১৮ মাস টিম ইন্ডিয়ার ডিরেক্টর পদে ছিলেন রবি শাস্ত্রী ৷ তাঁর জমানায় বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট জেতার পাশাপাশি ফাইনালও খেলেছে মেন ইন ব্লু’রা ৷ তাই গত ১৮ মাসে দলে শাস্ত্রীর প্রভাব যথেষ্ট ছিল বলেই জানিয়েছেন রোহিত শর্মা ৷ তাঁর মতে, ‘‘ শাস্ত্রী টিম ডিরেক্টর পদে যোগ দেওয়ার দলের মধ্যে দারুণ পজিটিভ পরিবেশ তৈরি করতে সফল হন ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাশাপাশি কুম্বলেকে নিয়েও যথেষ্ট আশাবাদী ভারতীয় দলের ওপেনার ৷ রোহিত জানান, ‘‘ মুম্বই ইন্ডিয়ান্সে কুম্বলে মেন্টর হিসেবে দারুণ কাজ করেছেন ৷ দু’বছর ওর সঙ্গে থাকার অভিজ্ঞতা আছে ৷ ওর কোচিংয়ের ধরণ আমার অনেকটাই জানা ৷ আমি ওই দলে ক্যাপ্টেন ছিলাম আর উনি মেন্টর ৷ আমি অনেক কিছুই শিখেছি ওই সময় ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ শাস্ত্রীকে মিস করব..... ’’: রোহিত