তবে এবার ফরম্যাট আলাদা। লড়াই হবে টি-২০’তে। প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ৫০ রানে জিতেছে ভারত। তিন ম্যাচের সিরিজে রোহিত ব্রিগেড ১-০ ব্যবধানে এগিয়ে। শনিবার জিতলেই সিরিজ ‘মেন ইন ব্লু’র। আপাতত সেদিকেই নজর টিম ইন্ডিয়ার। প্রথম টি-২০’তে ভারতের ব্যাটিং ছিল অনবদ্য।
ঈষান কিষানকে বাদ দিলে প্রায় সব ব্যাটসম্যানই কম বেশি রান পেয়েছেন। বোলিংও ছিল বেশ ঝাঁঝাল। নবাগত অর্শদীপ সিং অভিষেকেই পেয়েছেন দু’টি উইকেট। ভুবনেশ্বর কুমার ইংল্যান্ডের পিচে বরাবরই ভয়ঙ্কর। সবাইকে ছাপিয়ে ভারতীয় বোলিংকে পথ দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক শুধু বল হাতে চারটি উইকেট নেননি, ৫১ রান করে তিনি ব্যাটিংকেও শক্তিশালী করেছেন।
আইপিএল থেকেই ছন্দে তিনি। এই ফর্ম যদি হার্দিক ধরে রাখতে পারেন, তাহলে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে চলা টি-২০ বিশ্বকাপে ভারতের সম্ভাবনা উজ্জ্বল হবে। কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও শারীরিক দুর্বলতা থেকেই যায়। তবে রোহিতকে দেখে মনে হচ্ছে তেমন কোনও অসুবিধা হচ্ছে না তাঁর । বরং ওপেন করতে নেমে ঝড়ের গতিতে শুরু করছিলেন তিনি।
বড় রান না পেলেও আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে ১৪ বলে ২৪ রানের ইনিংস খুব খারাপ নয়। পারেন, তাহলে তাঁর পক্ষেও বড় রান পেতে সমস্যা হবে না। দীপক হুদা কিংবা সূর্যকুমার যাদব-- দুই টি-২০ স্পেশালিস্ট ব্যাটসম্যানকেই হয়তো বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে। তবে বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহরা বিশ্রাম কাটিয়ে পরের দুই ম্যাচের দলে ফেরায় শনিবার তাঁরা সুযোগ নাও পেতে পারেন।
এই ম্যাচে ভারতের প্রথম একাদশ একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। কারণ, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচ রাহুল দ্রাবিড় সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়ার পক্ষপাতী। তারই মধ্যে অবশ্য ক্যাপ্টেন রোহিত চাইবেন সিরিজ পকেটে পুরতে।