তার মনে হয়েছে ইনদওরে অযথা তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছেন রোহিত। তাই ছাত্রকে তার পরামর্শ আমেদাবাদ টেস্টে একটু ধৈর্য দেখাও। রান এমনি আসবে। রোহিত টিকে থাকলেই স্কোরবোর্ডে বড় রান তুলবে ভারত।আমদাবাদের পিচ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার থেকে টেস্ট শুরু হওয়ার কথা।
আরও পড়ুন - Neymar: চোটেই শেষ নেইমার! ব্রাজিল এবং পিএসজি দুটো জার্সিতেই হয়তো বেশি দিন নয় আর
advertisement
তার ৪৮ ঘণ্টা আগে এখনও নাকি পিচ তৈরিই হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছে রাজ্য ক্রিকেট সংস্থা। ওই আধিকারিক বলেছেন, আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।
ইনদওর টেস্টের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, তৃতীয় টেস্ট জিতলে চতুর্থ টেস্টে পেস সহায়ক উইকেট চান তাঁরা। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই সে কথা বলেছিলেন রোহিত। কিন্তু ইনদওরে তৃতীয় টেস্ট হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখনও উঠতে পারেনি ভারত।
তাই চতুর্থ টেস্টে কি পেস সহায়ক উইকেট দেখা যাবে? নাকি আগের তিন টেস্টের মতো ঘূর্ণি উইকেট হবে? এই দোটানায় হয়তো আছেন রোহিতরা। তবে পিচ যেমনই হোক, অস্ট্রেলিয়াকে হারাতে হলে আহমেদাবাদে ভারতকে যে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে সেটা মনে করিয়ে দিয়েছেন সুনীল গাভাসকার। গিলকেই রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে দেখতে চান তিনি। রাহুলের জায়গায় সুযোগ পেলে ইনদওরে সেরকম কিছু করে দেখাতে পারেনি শুভমন। তাই আমেদাবাদে তার কাছে বড় চ্যালেঞ্জ।