TRENDING:

Rohit Sharma : পাকিস্তানি ভক্তের অনুরোধ ফেলতে পারলেন না, জাল টপকে এসে সেলফি তুললেন রোহিত

Last Updated:

Rohit Sharma breaks security barrier to meet Pakistani cricket fans in Dubai. পাকিস্তানি ভক্তের অনুরোধ ফেলতে পারলেন না, জাল টপকে সেলফি তুললেন রোহিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: শুক্রবার দেখা গিয়েছিল এক পাকিস্তান ক্রিকেট ভক্ত কিভাবে বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলেছিলেন। লাহোর থেকে আসা ওই যুবক কোহলির উদারতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এছাড়াও শারীরিকভাবে বিশেষ সক্ষম এক পাকিস্তানি মহিলা ভক্তের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় বিরাটকে। তাহলে রোহিত শর্মা পিছিয়ে থাকবেন কেন?
নিরাপত্তা ভেঙে পাকিস্তানি ভক্তদের সঙ্গে হ্যান্ডশেক রোহিতের
নিরাপত্তা ভেঙে পাকিস্তানি ভক্তদের সঙ্গে হ্যান্ডশেক রোহিতের
advertisement

বিরাটের মত না হলেও, পাকিস্তানে যথেষ্ট জনপ্রিয় হিটম্যান। এশিয়া কাপের সব আকর্ষণের কেন্দ্রে এখন রবিবারের ভারত-পাক মহারণ। যা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। তবে ২২ গজের লড়াই কিন্তু এতটুকু প্রভাব ফেলছে না মাঠের বাইরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে। গত ক'দিনে দেখা গিয়েছে, অনুশীলনের আগে পরে দুই দলের প্লেয়ারদের মধ্যে সুন্দর সম্পর্কের ছবি।

আরও পড়ুন - KL Rahul : পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটের হার ভুলিনি! রাহুলের গলায় যেন প্রতিশোধের আগুন

advertisement

আবার দুই দলে ভক্তরাও কিন্তু বিপক্ষ দলের ক্রিকেটারদের নিয়ে আবেগপ্রবণ হয়েছেন। এমন দৃশ্যও দেখা গিয়েছে। প্রসঙ্গত, একই মাঠে অনুশীলন করছে ভারত-পাকিস্তান দুই দলই। নতুন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে পাকিস্তান সমর্থকদের জন্য রোহিত শর্মার ব্যবহার সকলকে একেবারে মুগ্ধ করে দিয়েছে।

পাকিস্তানের ভক্তদের আব্দার রাখতে তাঁদের সঙ্গে রোহিত হাত মেলান। ছবি তোলেন। এমন কী জালের ওপারে দাঁড়িয়ে থাকা এক ভক্ত দু'হাত বাড়িয়ে রোহিতকে হাগ করতে চাইলে, ভারত অধিনায়ক তাঁরও আব্দার রাখেন। জালের ওপারে থাকায় হাগ করা কার্যত সম্ভবত ছিল না। তবু হাত বাড়িয়ে জালের এপার থেকেই হাগ করার চেষ্টা করেন রোহিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

আর এই দৃশ্য সকলের মন একেবারে ছুঁয়ে গিয়েছে। ভারতের কাছে এ বার তাই বদলার ম্যাচ। এ দিকে পুরনো ফল নিঃসন্দেহে পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়াবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম বার ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে। তাই ভারতীয় ক্রিকেটাররা যেভাবে পাকিস্তানি ভক্তদের আবদারে সাড়া দিচ্ছেন, তাতে আবার পরিষ্কার কাঁটাতারের ওপারে ভারতীয় ক্রিকেটাররা কতটা জনপ্রিয়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma : পাকিস্তানি ভক্তের অনুরোধ ফেলতে পারলেন না, জাল টপকে এসে সেলফি তুললেন রোহিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল