TRENDING:

World Cup: ৭ মাস পর ফের বিশ্বকাপ, পুরো বদলে যাবে ভারতীয় দল! এবার কি কাটবে খরা

Last Updated:

World Cup: ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ফলে সেই লক্ষ্যকেই এখন পাখির চোখ করে এগোনে উচিৎ টিম ইন্ডিয়ার। সেই ম্যাচে আমূল বদলে যেতে পারে ভারতীয় দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ফাইনাল হারের পর হতাশ টিম ইন্ডিয়া। কিন্তু এই সময় ভেঙে পড়ার নয়। পুনরায় ঘুড়ে দাঁড়িয়ে আরও শক্তিশালী হয়ে পাল্টা প্রত্যাঘাত করার। কারণ মাঝে আর মাত্র ৭ মাস। তারপরই ফের রয়েছে বিশ্বকাপ। ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ফলে সেই লক্ষ্যকেই এখন পাখির চোখ করে এগোনে উচিৎ টিম ইন্ডিয়ার।
৭ মাস পর ফের বিশ্বকাপ, পুরো বদলে যাবে ভারতীয় দল!
৭ মাস পর ফের বিশ্বকাপ, পুরো বদলে যাবে ভারতীয় দল!
advertisement

তবে ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। বর্তমান দল ও তখনকার দলের মধ্যে থাকতে পারে আকাশ পাতাল তফাৎ। অনেকেই মনে করছেন একদিনের বিশ্বকাপের দলে থাকা বেশির ভাগ ক্রিকেটারই থাকবে না সেই দলে। বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২২ সালের নভেম্বরের পর থেকে কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। গত এক বছর ধরে টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন তারা। কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ। ফলে নতুন কোচও পেতে পারে ভারত।

advertisement

সাম্প্রতিক সময়ে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে ধারাবাহিকভাবে টি-২০ সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য দলের নেতৃত্ব পেতে পারেন বলে আশা করা যায়।আইপিএলে অধিনায়ক হিসেবে তার রেকর্ড ভাল। রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর ও কেএল রাহুলও এক বছরে খুব কম টি-২০ খেলেছেন। বয়স বিবেচনায় মহম্মদ শামিরও টি-২০ বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত নয়। এক বছর ধরে কোনও টি-টোয়েন্টি ম্যাচও খেলেননি তিনি। কেএল রাহুলের জায়গায় ঈশান কিশান ও সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশি।

advertisement

২০২৩ সালে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অর্শদীপ সিং। সবচেয়ে বেশি ১৫টি ম্যাচ খেলেছেন তিনি। এ ছাড়া হার্দিক পান্ডিয়া, শুভমান গিল ও সূর্যকুমার যাদব খেলেছেন ১১টি করে ম্যাচ। তরুণ তিলক বর্মাও ১০ ম্যাচে সুযোগ পেয়েছেন। ওপেনিংয়ে শুভমান গিল ছাড়াও  টি-টোয়েন্টি দলে জায়গা পেতে পারেন যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কওয়াড়।

advertisement

তিলক ভার্মা আইপিএল ও টি-২০ আন্তর্জাতিকে তিন নম্বরে দুর্দান্ত পারফর্ম করেছেন। সূর্যকুমার যাদব খেলবেন চার নম্বরে। হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসন পাঁচ নম্বরের দৌড়ে রয়েছেন। শ্রেয়স আইয়ার ওডিআই বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করলেও তাঁরও টি-২০ বিশ্বকাপের দলে ঢোকার জন্য কঠিন লড়াই করতে হবে। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও শিবম দুবেকে রাখা হতে পারে। অলরাউন্ডারের দৌড়ে রয়েছেন ওয়াশিংটনও সুন্দর। পেস বোলিংয়ে থাকতে পারেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ। স্পিন বিভাগে থাকতে পারেন রবি বিষ্ণেই ও যুজবেন্দ্র চাহল। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়তে পারেন অনেক সিনিয়ার খেলোয়াড়।

advertisement

আরও পড়ুনঃ India vs Australia: বিশ্বকাপের পরই মহাচমক! নতুন অধিনায়ক পেল টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারকাদের ছাড়া তরুণ দল নিয়ে গিয়েই সাফল্য পেয়েছিলেন এমএস ধোনি। আগামি বছরও সেই পথেই হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup: ৭ মাস পর ফের বিশ্বকাপ, পুরো বদলে যাবে ভারতীয় দল! এবার কি কাটবে খরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল