advertisement
আরও এক কিংবদন্তি ক্রিকেটারকে হারাল ক্রিকেটবিশ্ব। মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান রড মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শুক্রবার সকালে রড মার্শের মৃত্যুর খবর জানানো হয় ৷ মার্শের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া অজি ক্রিকেট মহলে ৷ অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা, প্রত্যেকেই ট্যুইট করে মার্শের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মার্শ ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক যিনি টেস্টে শতরান করেছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট খেলা রড মার্শ তাঁর ৩ সন্তান ও স্ত্রী রসকে রেখে গিয়েছেন। এক দিনের ম্যাচ খেলেছেন ৯২টি। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ২৬.৫১ গড়ে ৩৬৩৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ২০.০৮ গড়ে ১২২৫ রান করেছেন রড মার্শ।