TRENDING:

Rishabh Pant: `ঋষভ পন্থ থাকলে এমন অবস্থা হত না ভারতের'! ক্রিকেট ভক্তরা একমত ব্যর্থতার জন্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: এখনকার যুগে সোশ্যাল মিডিয়া একটা বিশাল প্লাটফর্ম। প্রশ্ন উঠতেই পারে এর গুরুত্ব নিয়ে। সব খবর সেখানে ঠিক থাকে এমন নয়। কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়া এমন কিছু প্রশ্ন তুলে মানুষের চোখ খুলে দেয় যেটা সত্যি চাপা পড়ে যায় অন্য সময়। এই যেমন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের রেশ নিয়ে এখনও আলোচনা চলছে টুইটার, ইনস্টাগ্রামে। সেটাই স্বাভাবিক।
ঋষভ পন্থকে মিস করছেন ভারতীয় সমর্থকরা
ঋষভ পন্থকে মিস করছেন ভারতীয় সমর্থকরা
advertisement

ভারতের মতো দেশ যেখানে ক্রিকেটকে ধর্ম হিসেবে দেখা হয় এবং ক্রিকেটারদের দেবতা রূপে সেখানে ব্যর্থতার দর্শকদের রক্তাক্ত করবে এতে আশ্চর্যের কিছু নেই। ভারতের অনেক ক্রিকেট ভক্ত মনে করছেন ঋষভ পন্থ আজ যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকতেন ভারতকে হয়তো এই দিন দেখতে হত না। পন্থ বিদেশের মাটিতে বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন অতীতে।

advertisement

আরও পড়ুন – মেসিকে নিয়ে দেদার কালোবাজারি চলছে চিনে! ২০২৬ বিশ্বকাপ নিয়ে বললেন মনের কথা

তিনি যা করেছেন অনেক বড় ক্রিকেটার করতে পারেননি। কিন্তু ভাগ্যের পরিহাস! বিরাট গাড়ি দুর্ঘটনায় শারীরিকভাবে এতটাই চোট পেয়েছেন পন্থ তার সুস্থ হয়ে উঠতেই দীর্ঘদিন সময় লাগছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ভক্তরা একমত আজ যদি ঋষভ থাকতেন, অস্ট্রেলিয়াকে এত সহজে ছেড়ে দিত না ভারত।

advertisement

পন্থ আর উইকেট রক্ষক ভরত কখনও সমান হতে পারেন না। ঈশান কিষান থাকা সত্ত্বেও তাকে খেলানো হয়নি। হতে পারত কিষান ব্যাটসম্যান হিসেবে অনেকটা লড়াই করতেন। ভারতীয় ভক্তরা আলোচনা করছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় দুজনেই জঘন্য দল নির্বাচন করেছেন। ভারতীয় ক্রিকেট তাদের ক্ষমা করবে না এই পরাজয়ের জন্য। আর ঋষভ পন্থকে ভারত মিস করেছে এতে সন্দেহ নেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant: `ঋষভ পন্থ থাকলে এমন অবস্থা হত না ভারতের'! ক্রিকেট ভক্তরা একমত ব্যর্থতার জন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল