১. লিডসে সেঞ্চুরি করে নতুন ইতিহাস রচনা করেন ঋষভ পন্থ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্ট ক্রিকেটে উইকেটকিপারদের মধ্যে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক পন্থ। এর আগে ধোনি ৯০ টেস্টে করেছিলেন ৬টি সেঞ্চুরি। পন্থ মাত্র ৪৪টি টেস্টে নিজের সপ্তম সেঞ্চুরি করে ফেললেন।
২. ভারতীয়দের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড গড়েন ঋষভ পন্থ। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মার নামে। প্রাক্তন ভারত অধিনায়ক মোট ৫৬টি ছয় মেরেছিলেন। লিডসে তাকে ছাপিয়ে পন্থের ছয় সংখ্য়া ৬২।
advertisement
৩. আরও একটি বিশ্ব রেকর্ড নিজের নামে করেন ভারতীয় তারকা। ঋষভ পন্থের বিশ্বের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট সেঞ্চুরি করলেন।
৪. বিদেশ সফরকারী ভারতীয় ব্যাটারদের মধ্যেও এক ইনিংসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে হার্দিক পান্ডিয়ার নামে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭টি ছয় মেরেছিলেন পান্ডিয়া। সেই তালিকায় ৬টি ছয় মেরে দ্বিতীয় স্থানে উঠে এলেন পন্থ।
আরও পড়ুনঃ IND vs ENG 1st Test: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ, বড় কথা বলে দিলেন দাদা!
৫. হেডিংলে লিডসে ঋষভ পন্থের করা ১৩৪ রান যে কোনও উইকেটকিপার ব্যাটারদের মধ্যে করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ১৪০ করে তালিকায় প্রথম স্থানে রয়েছেন জনি বেয়ারস্টো।