অলিম্পিকের মঞ্চে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ে না ৷ আর এতদিন গ্রুপ লিগের খেলা চললেও এবার শুরু নক আউট ৷ প্রতিটা ম্যাচই তাই এক একটা ফাইনাল শ্রীজেশদের কাছে ৷ বেলিজিয়াম চলতি অলিম্পিকে ভাল খেললেও ভারতও কোনও অংশে কম যায় না তাদের থেকে ৷ শুধু শেষ কোয়ার্টারে গোল খেয়ে যাওয়ার বিষয়টা এড়াতে পারলেই এই ম্যাচ বের করা সম্ভব মেন ইন ব্লু’দের পক্ষে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এ সব ম্যাচে বল পজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বেলজিয়াম যদি বলের দখল নিয়ে নেয়, তা হলে বাল্মীকি-নিক্কিন-উথাপ্পাদের নিয়ে ভারতের পাওয়ার লাইনের কাজ হবে সেটা আবার ছিনিয়ে নেওয়া। অর্থাৎ বেলজিয়ামকে কোনও সুযোগই তৈরি করতে দেওয়া যাবে না। ভারতীয় দলের ডিফেন্স এই অলিম্পিকে যথেষ্ট ভাল খেলছে। পাশাপাশি ম্যাচে নিখুঁত পাসিং এবং পেনাল্টি কর্নার নিতে হবে সর্দারদের ৷ তাহলেই শেষ চার নিশ্চিত হবে ভারতের ৷
advertisement