আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৮, ২০ এবং ২৩ অগস্ট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেখানে তরুণ দল খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের। সেই দলেই রিঙ্কুকে সুযোগ দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ় যতই এখন খারাপ খেলুক, তাদের বিরুদ্ধে আনকোরা দল খেলাতে চাননি ভারতের নির্বাচকেরা। কিন্তু দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁরা সেই ‘ঝুঁকি’ নিতে চান।
advertisement
তাই সেখানেই রিঙ্কুকে সুযোগ দেওয়া হতে পারে। সবাইকে একসঙ্গে একটি সিরিজ়ে সুযোগ দেওয়া সম্ভব নয়, এ কথা মেনে নিয়েছেন নির্বাচকেরা। তাই সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দিতে চান তাঁরা। ক্রিকেটারদের তরতাজা রাখার লক্ষ্যও রয়েছে তাঁদের। রিঙ্কু ছাড়াও রুতুরাজ গায়কোয়াড়, জীতেশ শর্মাদের আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে।
পাশাপাশি এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল নামাবে ভারত। সেখানেও রিঙ্কুদের মতো ক্রিকেটারেরা সুযোগ পেতে পারেন। রিঙ্কু অবশ্য একা নন। এর আগে বিরাট কোহলি এবং তার স্ত্রী একাধিক মন্দিরে গিয়েছিলেন। এখন দেখার ঈশ্বর ভক্ত রিঙ্কু কবে ভারতীয় দলের জার্সি গায়ে দিতে পারেন।