TRENDING:

Rinku Singh In Sasural: তর আর সইছে না মোটেই, বিয়ের আগেই শ্বশুরবাড়িতে রিঙ্কু, শাশুড়ি হবু জামাইকে দেখে যা করলেন তাজ্জব হবেন

Last Updated:

Rinku Singh In Sasural: হঠাৎ শ্বশুরবাড়িতে হাজির জামাই এবার শাশুড়ি মা ও ভাবী বউ যা করল...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তারকা রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বাগদান হয়ে গেছে।  ভারতীয় দল এবং কেকেআরের এই ক্রিকেটারের বাগদান ঘিরে চরম আগ্রহ ছিল সকলের মধ্যেই৷ কারণ যাই হয়ে যাক বউ একেবারে জনপ্রতিনিধি- পার্লামেন্টে তিনি সাংসদ৷ সকলেই এই নতুন জোড়ার  সুন্দর দম্পতিকে নিয়েই আলোচনা করছে। দু’জনের মধ্যে রসায়ন অসাধারণ৷ বাগদানের পরেই দুজনের একে অপরের সঙ্গে দেখা করার আগ্রহও বেড়ে গেছে।
শ্বশুরবাড়িতে হঠাৎ হাজির হবু জামাই  Photo Courtesy- Instagram/ Video Grab
শ্বশুরবাড়িতে হঠাৎ হাজির হবু জামাই Photo Courtesy- Instagram/ Video Grab
advertisement

বাগদানের পর প্রথমবারের মতো যখন রিঙ্কু সিং তিনি তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছন, তখন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। যখন তাঁর শাশুড়ি দরজায় তাঁর জন্য ফুল ভর্তি একটি প্লেট নিয়ে চলে আসেন, ভাবী স্বামীকে এভাবে তাঁর নিজের বাড়িতে আসতে দেখে হবু স্ত্রী প্রিয়া লজ্জায় লাল হয়ে যান।

দেখে নিন ভাইরাল ভিডিও

রিঙ্কু সিংয়ের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ৮ জুন, লখনউতে মছলিশহরের সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়। ক্রিকেট তারকা সহ বড় বড় নেতারা তাদের বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন। দু’জনেই একে অপরকে ৩ বছর ধরে চেনেন। তথ্য অনুযায়ী, রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের সাথে তাদের এক বন্ধুর পরিচয় হয়েছিল। চলতি বছরের ১৮ নভেম্বর বারাণসীতে দুজনেই বিয়ে করতে চলেছেন।

advertisement

রিঙ্কু সিং তার শ্বশুরবাড়িতে পৌঁছেছেন

বাগদানের পর যখন রিঙ্কু সিং প্রথমবারের মতো তার শ্বশুরবাড়িতে পৌঁছান, তখন তাকে খুব জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়। যখন সে এসে দরজায় দাঁড়ায়, তখন তার শাশুড়ি তার জন্য গোলাপের পাপড়ি ভর্তি একটি প্লেট নিয়ে আসেন। রিঙ্কু প্রথমে তার শাশুড়ির পা ছুঁয়ে তার হবু জামাইকে তিলক লাগায়। এরপর সে রিঙ্কুর উপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দেয়। সে যখন ঘরের ভেতরে পৌঁছায়, তখন পুরো পরিবার তাঁর জন্য অপেক্ষা করছিল। সবাই তাকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এত কিছুর মাঝে, রিঙ্কু সিং-এর চোখ তাঁর হবু স্ত্রী প্রিয়া সরোজকে খুঁজছিল। অবশেষে, সেও তার হাতে একটি গোলাপ নিয়ে এসে দ্রুত তাঁর হাতে তুলে দিয়ে পালিয়ে গেল। তাঁর মুখে লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল৷  তাঁকে খুব খুশি দেখাচ্ছিল। তাঁর মুখে সেই একই সুন্দর হাসি ছিল যা সবাই তাঁর বাগদানের সময় দেখেছিল। বাগদানের আংটি পরার সঙ্গে সঙ্গেই তিনি মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর দু চোখ জলে ভরে ওঠে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh In Sasural: তর আর সইছে না মোটেই, বিয়ের আগেই শ্বশুরবাড়িতে রিঙ্কু, শাশুড়ি হবু জামাইকে দেখে যা করলেন তাজ্জব হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল