TRENDING:

Rinku Singh: ধোনির থেকেও রিঙ্কু বড় ফিনিশার হবে! সোশ্যাল মিডিয়ায় বিশাল প্রশংসা নাইট তারকার

Last Updated:

রিঙ্কু অবশ্য অন্য কারও নামে নয় - নিজের নামে বিখ্যাত হতে চান ভারতের জার্সিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনেকে শুনলে হয়তো পাগল বলবেন। ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলবেন। কিন্তু ভারতবর্ষে ক্রিকেটপ্রেমী মানুষরা নিজেদের মতামত রাখতে পারেন খুশি মতো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন ক্রিকেট ভক্ত লিখেছেন যদি রিঙ্কু সিং – কে টানা সুযোগ দেওয়া হয় এবং তার সঙ্গে রাজনীতি না করা হয় তাহলে ভবিষ্যতে একজন দুর্ধর্ষ ফিনিশারের দেখা পাবে ভারত।
ধোনির থেকেও এগিয়ে রিঙ্কু
ধোনির থেকেও এগিয়ে রিঙ্কু
advertisement

কেউ কেউ আবার বলেছেন রিঙ্কুর মধ্যে ম্যাচ ফিনিশ করে আসার সব রকম মসলা আছে। এমনকি ধোনির থেকেও বড় ফিনিশার হতে পারেন রিঙ্কু। আইপিএলে কলকাতার জার্সিতে যেটা করেছিলেন গুজরাটের বিপক্ষে সেটা ফ্লুক ছিল না। কঠিন পরিশ্রম এবং সাধনার মাধ্যমে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন রিঙ্কু।

উচ্চতা কম হলেও তার খেলায় শক্তি এবং বুদ্ধিমত্তার ছাপ আছে। শেষের দিকে কিভাবে ফিল্ডিংকে বোকা বানাতে হবে এটা শিখে গিয়েছেন রিঙ্কু। একজন ফিনিশারের সবচেয়ে বড় গুণ বোলারকে বাধ্য করা তার ইচ্ছে অনুযায়ী বল করার। অর্থাৎ ব্যাটসম্যান যেমন চাইছে তেমন। তার জন্য কিভাবে দাঁড়াতে হবে এবং প্রয়োজনে স্টান্ট বদল করতে হবে এটা রিঙ্কু এখন করতে জানেন।

advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট করার প্রথম সুযোগ পেয়েছিলেন। ২১ বলে ৩৮ রানের ইনিংসটায় বুঝিয়ে দিয়েছেন নিজের যোগ্যতা। দুটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি মেরে রিঙ্কু জানান দিয়েছেন কঠিন পরিস্থিতিতেও তিনি ম্যাচ বের করতে জানেন। তবে জীবনের প্রথম সিরিজে তাকে দেখেই ধোনির সঙ্গে তুলনা বাড়াবাড়ি মনে করছেন অনেকে। হয়তো এই কথাটাই ঠিক।

advertisement

কিন্তু এটাও ঠিক যে কঠিন বাস্তব দেখে আজ এই জায়গায় পৌঁছেছেন রিঙ্কু তাতে তার মাথা ঘুরে যাওয়ার কথা নয়। নির্বাচকরা তার দিকে নজর রাখবেন। রিঙ্কু অবশ্য অন্য কারও নামে নয় – নিজের নামে বিখ্যাত হতে চান। তাই ভারতের জার্সিতে সুযোগ পেলেই সেটা প্রমাণ করবেন উত্তরপ্রদেশের ব্যাটসম্যান।

বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: ধোনির থেকেও রিঙ্কু বড় ফিনিশার হবে! সোশ্যাল মিডিয়ায় বিশাল প্রশংসা নাইট তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল