TRENDING:

সর্বকালের সেরা ১১ জন ক্রিকেটারকে বাছলেন রিকি পন্টিং, একজন মাত্র ভারতীয়!

Last Updated:

Ricky Ponting Best XI: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা প্রায় মিলেই গিয়েছিল। তিনি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে ভারতের বিরুদ্ধে জিততে সেরা পারফরম্যান্স দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা প্রায় মিলেই গিয়েছিল। তিনি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে ভারতের বিরুদ্ধে জিততে সেরা পারফরম্যান্স দিতে হবে।
advertisement

T20 বিশ্বকাপ ২০২৪- এর ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত পারফর্ম করেছিল। পন্টিং কিন্তু সেদিনের ম্যাচের জন্য ভারতকেই এগিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, দুই দলই মরিয়া হয়ে লড়াই করবে। তেমনটাই হয়েছিল।

রিকি পন্টিং বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফাইনালে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রতিভা রয়েছে। রিকি পন্টিং আরও বলেছিলেন, সব দিক থেকে দেখলে, ওই ম্যাচে ভারত এগিয়ে।

advertisement

আরও পড়ুন- ‘ঘরোয়া ক্রিকেট খেলার আমার কাছে কোনও মানেই ছিল না’, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া

এবার বিশ্বকাপ শেষে রিকি পন্টিং সর্বকালের সেরা একাদশ বেছে দিলেন। তাঁর সেই দলে একজন মাত্র ভারতীয় জায়গা পেলেন। তবে রিকি পন্টিং নিজেকেই সেই দলে রাখেননি। ট্রফি জয়ের নিরিখে পন্টিং সেই দল গড়েছেন। বলাবাহুল্য, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা সেই দলে জায়গা পেয়েছেন।

advertisement

—- Polls module would be displayed here —-

প্রাক্তন অজি অধিনায়ক জানিয়েছেন, এই দল বাছতে গিয়ে তাঁকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। যে সব ক্রিকেটারদের সঙ্গে বা বিরুদ্ধে তিনি কোনও এক সময়ে ক্রিকেট খেলেছেন, তাঁদেরকেই এই দলে রেখেছেন তিনি। দেখে নেওয়া যাক পন্টিং কাদের সেই দলে রেখেছেন-

জাস্টিন ল্যাঙ্গার ও ,ম্যাথিউ হেডেনকে ওপেনার হিসেবে রেখেছেন পন্টিং। অলরাউন্ডার হিসেবে রেখেছেন জ্যাক কালিসকে। পন্টিংয়ের দলে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন সচিন তেন্ডুলকর। সচিনের পর আরেক কিংবদন্তি হিসেবে ব্রায়ান লারাকে রেখেছেন তিনি।

advertisement

আরও পড়ুন- পাল্টে যাবে নেতা? সিরিজের মাঝেই টিম ইন্ডিয়ায় হবে বড় বদল! জানুন বিস্তারিত

পন্টিংয়ের এই দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সেই দলে উইকেটকিপার হিসেবে তিনি রেখেছেন অ্যাডাম গিলক্রিস্টকে। দলের স্পিন বিভাগের নেতৃত্বে শেন ওয়ার্ন। পেস অ্যাটাক থাকবে ওয়াসিম আক্রমের আওতায়। আরেক পেসার হিসেবে তিনি রেখেছেন কর্টনি অ্যামব্রোজকে।

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

দলে পঞ্চম অজি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাকগ্রা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সর্বকালের সেরা ১১ জন ক্রিকেটারকে বাছলেন রিকি পন্টিং, একজন মাত্র ভারতীয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল