থাকবে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই। ঝুলন এবং সৌরভ দুজনে মিলেই রিচাকে তুলে দেবেন এই বিশেষ স্মারক। রুপোর তৈরি এই স্মারকে সোনার পাত বসানো থাকবে। একটি ব্যাটের সঙ্গে একটা বল। অতীতে মনোজকে সংবর্ধনা দেওয়ার সময় যেরকম দেওয়া হয়েছে এবারও সেটাই দেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
আরও পড়ুন – Ind vs Pak: ভারত-পাকিস্তান ম্যাচে অভ্যবতার শাস্তি, হ্যারিস রউফ ২ ম্যাচ সাসপেন্ড, সূর্যকুমার-বুমরাহের ফাইন
advertisement
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর শিলিগুড়ি চলে যাচ্ছেন রিচা ঘোষ। রিচা নিজের বাড়িতেই প্রথমে যেতে চেয়েছেন। ৭ তারিখ সকালে কলকাতা ফিরবেন। ৮ তারিখ ঘুরতে চলে যাচ্ছে হিমাচল প্রদেশ।
এছাড়াও ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সম্মানিত করবে ইস্টবেঙ্গল ক্লাব। দীপ্তি দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন। তবেই সংবর্ধনা কবে হবে? এখনো চূড়ান্ত দিন হয়নি। কারণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে
