ঘটনার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও মুখ খুলেছিলেন, কিন্তু তারপরেই একাংশের জনতার রোষের মুখে পড়েন দাদা৷ কিন্তু এবার যখন তাঁকে প্রশ্ন করা হয় তিনি তো একজন মেয়ের বাবা, তিনি কী ভাবছেন৷
advertisement
তবে ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই প্রসঙ্গে সৌরভ বলেন, সেই দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত। কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের মুখের দিকে চেয়ে থাকেন চিকিৎসা না হলে সে ক্ষেত্রেও প্রচুর অসুস্থ মানুষদের অসুবিধে হয়।
“গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলে ছিলাম। আমি জানিনা আমার বক্তব্যের কি ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি এই ঘটনা ভয়ঙ্কর ঘটনা। দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে।’’
তিনি আরও বলেন, ‘‘তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হবে। যেভাবে মানুষ প্রতিবাদ করছেন এ ঘটনা পৃথিবীর যেকোন প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন।”
এদিকে আরজি কর কান্ডে চরম উত্তেজনা চলছেই৷ সিবিআই আরজি করের ডাক্তারের নৃশংস হত্যার ঘটনার তদন্ত কোন দিকে যায় সেই দিকেই নজর সকলের৷