মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের। আহমেদাবাদে রাতের খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স। রাতে ডিউ-র কারণে ব্যাটাররা বাড়তি সুবিধা পেতে পারে ও বৃষ্টির সম্ভাবনা থাকায় ডিএলএস নিয়মের ক্ষেত্রেও সুবিধা হতে পারে পঞ্জাবের। টস জিতলে বোলিং করতেন বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদারও। তবে টস নিয়ে না ভেবে বড় টার্গেট সেট করাই লক্ষ্য আরসিবির। দুই দলই শেষ ম্যাচের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেননি।
advertisement
পঞ্জাব কিংসের একাদশ: প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেকিপার), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই, বিশাক বিজয় কুমার, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
আরসিবির একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড।
আইপিএল ২০২৫ ফাইনাল হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। এটি হবে আরসিবি বা পঞ্জাবের মধ্যে প্রথমবারের মতো শিরোপা জয়ের মুহূর্ত। আহমেদাবাদে সপ্তাহের মাঝামাঝি দিনেই এক লক্ষেরও বেশি দর্শক স্টেডিয়ামে উপস্থিত আইপিএলের এই মরশুমের সেরা দুই দলের চূড়ান্ত গৌরবের লড়াই প্রত্যক্ষ করতে প্রস্তুত।