এই সিদ্ধান্ত এসেছে বিসিসিআইয়ের একটি নির্দেশের পর, যেখানে আন্তর্জাতিক সূচির ফাঁকে জাতীয় দলের প্রথম সারির ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজের মধ্যবর্তী বিরতিতে ম্যাচ অনুশীলন ধরে রাখার লক্ষ্যেই এই উদ্যোগ। জাদেজা ইতিমধ্যেই সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তাঁর উপলব্ধতার কথা জানিয়েছেন, যদিও নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ পেলে পরিকল্পনা বদলাতে পারে।
advertisement
জাতীয় দলের প্রেক্ষাপটে জাদেজার এই পদক্ষেপ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তিনিও বড় মঞ্চে ফের নিজেদের প্রমাণ করতে চাইছেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও অস্ট্রেলিয়া সফরে বাদ পড়া এবং সীমিত সুযোগ পাওয়ায় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ World Record: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হ্যাটট্রিক সহ ওভারে ৫ উইকেট, ইতিহাস লিখলেন তরুণ বোলার
প্রধান নির্বাচক অজিত আগরকর আগেই জানিয়েছিলেন, জাদেজা এখনও নির্বাচকদের পরিকল্পনায় রয়েছেন, তবে জায়গার জন্য প্রতিযোগিতা তীব্র। নিজেও জাদেজা স্বীকার করেছেন, নির্বাচন তাঁর হাতে নেই, সুযোগ এলে তিনি নিজের সেরাটা দেবেন। বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরম্যান্সই হতে পারে জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের পথে গুরুত্বপূর্ণ ধাপ।
